Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাড়িতে যাই করুন না কেন, তা যদি বাস্তু নিয়ম মেনে করেন তবে সুখ ও সৌভাগ্য ঝরে ঝরে পড়বে। বাড়িতে কোনও জিনিস বা বস্তু রাখার সময় বাস্তুশাস্ত্রের নিয়ম গুলি মেনে চলতে পারেন। খুবই কার্যকর বলে বিবেচিত হয়। বাস্তুর পাশাপাশি ফেং শুই টিপসও মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে নতুন প্রজন্মের মানুষ এই জিনিষ গুলি বিশেষ করে ব্যবহার করছেন। যদি কোনও ব্যক্তি অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন, ফেং শুই মতে সেই অলৌকিক গাছ ঘরে লাগাতে পারেন।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
ফেং শুই অনুসারে বাড়িতে ব্যাম্বু প্ল্যান্টের চারা রোপণ করা শুভ বলে মনে করা হয়। কারণ এই বিশেষ গাছে রয়েছে পাঁচ গুরুত্বপূর্ণ উপাদান। বাড়িতে এই গাছ লাগালে অনেক ধরনের সমস্যা দূর করে। সেই সঙ্গে অর্থভাগ্যও খুলে যায়। হাতে আসে অনেক টাকা-পয়সা। এতে ঘরে ধন-সম্পদ ও সুখ-সমৃদ্ধি ফিরে আসে।
বাস্তুমতে, ব্যাম্বু প্ল্যান্টের উপকারিতা —-
- বাঁশ গাছটিকে সৌভাগ্যের উদ্ভিদও বলা হয় এবং ফেং শুই অনুসারে এটি বাড়িতে লাগালে সুখ ও সমৃদ্ধি আসে।
-
ফেং শুই অনুসারে, বাড়ির পূর্ব দিকে একটি বাঁশের গাছ লাগালে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হয় এবং দীর্ঘায়ু হয়।
-
যদি একটি বাঁশ গাছ কাউকে উপহার দেওয়া হয় তাহলেই তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে বুধ ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)