Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- বাস্তুশাস্ত্রে দিকনির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষই বাস্তু অনুসারে ঘর তৈরি করার চেষ্টা করে। সঠিক দিকনির্দেশনা ও বাস্তুর মত না নিলে বাড়ির সদস্যদের নানা বাধার সম্মুখীন হতে হতে পারে। বাস্তু মতে ঘরে রাখা জিনিসপত্র এবং শোপিস গুলি সঠিক দিকে রাখাও খুব গুরুত্বপূর্ণ।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে এমন কিছু জিনিস রয়েছে যা দক্ষিণ দিকে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে দক্ষিণ দিককে যম এবং পূর্বপুরুষদের দিক হিসাবে বিবেচনা করা হয়। আসুন জেনে নেওয়া যাক দক্ষিণ দিক সম্পর্কিত বিশেষ জিনিস গুলি সম্পর্কে —
আরো পড়ুন :- মঙ্গলের গোচরে তৈরি হয়েছে বিশেষ ষড়ষ্টক যোগ ! প্রভাবিত হবে বেশ কিছু রাশি
বাস্তু মতে বাড়ির দক্ষিণ দিকে ঝাড়ু রাখা ভালো বলে মনে করা হয়। এর ফলে ব্যক্তিr আর্থিক অবস্থা ভালো হয়।
ড্রয়িং রুমে সর্বদা দক্ষিণ দিকে জেড প্ল্যান্ট রাখুন। বাস্তু অনুসারে এটি বাড়ির জন্য খুব ভালো এবং সমৃদ্ধির লক্ষণ।
বাস্তু মতে, বাড়ির দক্ষিণ দিকে ফিনিক্স পাখির ছবি লাগালে ভালো মনে করা হয়।
বিছানার মাথা দক্ষিণ দিকে রাখতে হবে। এতে করে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি অনুভূত হয়।
ঘরের সমস্ত মূল্যবান জিনিসপত্র সবসময় দক্ষিণ দিকে রাখতে হবে। এতে ঘরে আশীর্বাদ থাকে এবং অর্থের অভাব হয় না।
আরো পড়ুন :- উত্থান হচ্ছে গ্রহের রাজকুমার বুধের ! যার প্রভাব পড়বে ৫টি রাশির জীবনে
আরো পড়ুন :- শনি ও শুক্রের যুতিতে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)
বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না