Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সুন্দর দেখাতে বাড়িতে রেখেছেন মানি প্ল্যান্ট ! মানি প্ল্যান্ট বেশিরভাগের বাড়িতেই দেখতে পাওয়া যায়। অনেকেই অর্থভাগ্য খুলতে এই গাছ লাগাতেই পারেন। গৃহে টাকা-পয়সা আসতে এই গাছের গুরুত্ব রয়েছে। বাস্তু মতে মানিপ্ল্যান্ট অর্থভাগ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গাছ। তবে বাড়িতে থাকলেও এই গাছের বিশেষ কোনও ফল পান না অনেকেই। বাড়ির কোন কোণে মানি প্ল্যান্ট রাখলে উপকার পাওয়া যায়, তা অনেকেরই অজানা।
মানি প্ল্যান্ট রাখারও সঠিক ও নির্দিষ্ট একটি দিক উল্লেখ করা হয়েছে। বাস্তু মতে, কখনই উত্তর-পূর্ব দিকে লাগানো উচিত নয় মানি প্ল্যান্ট গাছ। উত্তরদিকে রাখলে বাড়ির সদস্যদের আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়। বদলে মানি প্ল্যান্ট সবসময় দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে হবে। এই দিকটিকে ভগবান গণেশের দিক বলে মনে করা হয়।
দক্ষিণ-পূর্ব কোণকে বলা হয় অগ্নিকোণ। এইদিকেই রয়েছে শুক্র গ্রহের অবস্থান। এই কোণে বাস করেন দেবী লক্ষ্মীও। বাস্তুশাস্ত্র অনুযায়ী, দক্ষিণ-পূর্ব কোণে রান্নাঘর থাকলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়।
ঘরে আশীর্বাদ বজায় রাখতে মানি প্ল্যান্ট গাছের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। মানি প্ল্যান্ট গাছকে কখনওই শুকাতে দেবেন না। এর পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। কারণ শুকনো মানি প্ল্যান্ট দুর্ভাগ্যের প্রতীক।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।