বাস্তু মতে সাজান রান্নাঘর , পাবেন সুখ সমৃদ্ধি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বাস্তু সঠিক হলে পরিবারের উপর থেকে অশুভ প্রভাব কেটে যায়। বাড়ির সদস্যদের সুস্থতার জন্য রান্নাঘরের বাস্তু সঠিক রাখার পরামর্শ দেয় বাস্তু শাস্ত্র। রান্নাঘরের অবস্থান, জল রাখার স্থান , গ্যাস ওভেন কোথায় রাখবেন সেই বিষয়ে জানিয়ে থাকে এই শাস্ত্র। বাস্তু সম্মত রান্নাঘর কেমন হওয়া উচিত জেনে নিন। দেখুন একনজরে —-

১. রান্না করার সময় মুখ যাতে পূর্ব দিকে থাকে লক্ষ্য রাখবেন। আবার পানীয় জল থাকতে হবে উত্তর-পূর্ব দিকে। রান্নার জন্য ব্যবহৃত অগ্নি স্বাস্থ্য , যশ ও সমৃদ্ধিকে প্রভাবিত করে। আগ্নেয় কোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব দিকে রান্নাঘরের অবস্থান শাস্ত্র সম্মত।

আরো পড়ুন :- জীবনে নানা সমস্যার সমাধান চান ? মুক্তি দেবে এই ফুল

২. কোনও কারণে এমন সম্ভব না-হলে পূর্ব দিকে রান্নাঘর বানাতে পারেন। ভুলেও উত্তর-পূর্ব দিকে রান্নাঘর বানাবেন না। মানসিক অবসাদ বাড়তে পারে। পাশাপাশি ব্যয়ও বহুগুণ বেড়ে যায়।

৩. দক্ষিণ-পশ্চিম দিকের রান্নাঘরকেও সঠিক মনে করা হয় না। গৃহ কলহ, সমস্যা, দুর্ঘটনার আশঙ্কা থাকে। উত্তর-পশ্চিম দিকে অবস্থিত রান্নাঘর ব্যয় বৃদ্ধি। আর অগ্নিকাণ্ডের আশঙ্কাও বাড়িয়ে দেয়।

৪. পানীয় জল, ওয়াশ বেসিন ঈশান কোণে থাকা ভালো। মেঝে উত্তর-পূর্ব দিকে ঢালু থাকতে হবে। রান্নাঘরে ফ্রিজ রাখলে তা পশ্চিমের দেওয়ালে রাখবেন।

 

 

৫. রান্নার কাজে ব্যবহৃত জিনিস রাখার জন্য স্ল্যাব, ক্যাবিনেট দক্ষিণ বা পশ্চিম দিকে রাখুন। রান্নাঘরের জানালা বড় হওয়া ভালো।

৬. রান্নার সময় গৃহিণীর পিঠ যাতে রান্নাঘরের প্রবেশদ্বারে না-থাকে লক্ষ্য রাখতে হবে।

৭. রান্নাঘরে হাল্কা রঙ করাবেন।

৮. গ্যাসওভেন পরিবারের ধন-সমৃদ্ধির কারক, তাই সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। না-হলে সমৃদ্ধির পথে বাধা আসবে এবং স্বাস্থ্য দুর্বল হবে।

৯. রান্নাঘরের গ্যাসওভেন বাড়ির প্রবেশদ্বার থেকে যাতে বাইরে না-দেখা যায়, তা-ও নিশ্চিত করতে হবে।

১০. শৌচালয়ের ওপর, নীচে, পাশে বা সিঁড়ির নীচে রান্নাঘর বানাবেন না। পাশাপাশি অর্থ ও ভাগ্যের ওপরও দুষ্প্রভাব ফেলে।

১১. গ্যাসের মুখোমুখি স্থানে ফ্রিজ ও জল রাখবেন না। ওয়াশিং মেসিনও গ্যাসের সোজাসুজি রাখতে নেই।

আরো পড়ুন :- দেড় বছর পর রাহুর রাশি পরিবর্তনের ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে এই রাশি গুলি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন