Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- ঘরে টিয়া বা তোতা পাখি রাখা কি শুভ? সঠিক দিকে পাখির খাঁচা রাখলে ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। যদি বাড়িতে তোতা বা টিয়া পাখি রাখেন, আপনার জানা উচিত পাখি রাখা কতটা সঠিক এবং কতটা ভুল। বাস্তু অনুযায়ী অনেকে তেমন মাথা ঘামান না। কিন্তু যদি বাস্তু মতে, বাড়িতে তোতা বা টিয়া পাখি রাখা হয়, সেটিও ঘরের মধ্যে পজিটিভিটি তৈরি করে।
আরো পড়ুন :- জীবনে নানা সমস্যায় জর্জরিত ? মুক্তি পেতে পালন করুন সহজ টিপস
টিয়াপাখি দেখতে সুন্দর, তেমন মানুষের জীবনে অত্যন্ত প্রিয়ও বটে। মানুষকে নকল করে কথা বলা আরও বেশি আকর্ষণীয়। কারণ টিয়াপাখির কণ্ঠ মানুষকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। তবে ঘরে তোতাপাখি রাখা কতটা শুভ ও অশুভ তা জানা জরুরি।
বাড়িতে কি তোতাপাখি রাখা উচিত ? অথবা টিয়াপাখির খাঁচা কোন দিকে রাখবেন? ঘরে টিয়াপাখি পালন করা কতটা সঠিক এবং কতটা ভুল, তা জেনে নিন —
কেউ যদি বাড়িতে পাখি পালন করেন তাহলে বাড়ির পরিবারের সকল সদস্যের মধ্যে যে কোনো রোগের ঝুঁকি কমে যায়। মানুষের মনে হতাশাও দূর হয়ে যায়।
অর্থকষ্ট দূর করতে তোতাপাখি বাস্তু মতে সহায়ক হতে পারে। ঘরে টিয়াপাখি রাখলে বা তার কোনো ছবি ঝুলিয়ে রাখলে রাহু, কেতু ও শনির কুদৃষ্টি বা অশুভ প্রভাব গৃহস্থের উপর পড়ে না। পাখি বাড়িতে থাকলে অকাল মৃত্যু হয় না।
টিয়াপাখিকে ঘরে খাঁচায় রাখা হয়, তবে তার সুখী থাকাটা খুবই জরুরি হতে হবে। অন্যথায় ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পাখি পালন করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল হয়। এর পাশাপাশি গৃহের পরিবেশে ইতিবাচক প্রভাব বাড়ে।
বাড়ির পূর্ব-উত্তর দিকে একটি পাখি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের মধ্যে টিয়াপাখি রাখলে বা পুষলে আপনার গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।
আরো পড়ুন :– নতুন বছর খুব ভালো যাবে বেশ কিছু রাশির, জানুন সেই রাশি গুলি কি কি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )