Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- বাড়ি হলো মানুষের সবচেয়ে সুখের জাগা। কিন্তু সেই বাড়িতেই যদি পরিবারের লোকেদের সাথে অশান্তি ও ঝামেলা লেগে থাকে তবে সেই বাড়িতে বসবাস করা দূর সহ হয়ে ওঠে। বাড়িতে এই রকম অশান্তি ও ঝামেলা হবার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে একটি বাস্তুর সমস্যা ও হতে পারে। আর বাস্তু সম্পর্কিত কিছু নিয়ম পালনের মাধ্যমে বাড়ির এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন।
বাস্তুর এই নিয়ম গুলি পালনের মাধ্যমে আপনার বাড়িতে নেতিবাচক শক্তির নাশ ঘটে , আর ইতিবাচক শক্তির আবির্ভাব হয়। এর ফলে বাড়ির সার্বিক উন্নতির পাশাপাশি পরিবারে সুখ – সমৃদ্ধি আসে। চলুন বাস্তু মতে এই নিয়ম গুলি দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- জানুন বাস্তু মতে বাড়িতে কোন গাছ গুলো থাকা অত্যান্ত শুভ
১. বাড়ির বসার ঘরে সাধু জনের উপাসনার ফটো রাখতে পারেন। এতে বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি পায়।
২. বাড়ির ফুল দানিতে বা ঠাকুরের চরণে শুকনো ফুল রাখা উচিত নয়।
৩. বাড়ির ট্যাপ কল থেকে সব সময় যদি ফোটাফোটা জল পারে তবে তা আজই ঠিক করুন , এতে আর্থিক ক্ষতি হয়।
৪. সন্ধ্যের সময় মাটির সর্ষের তেলের প্রদীপ জ্বালান আর তার মধ্যে লবঙ্গ রাখুন এটি অত্যান্ত শুভ।
৫. বাড়িতে তুলসী গাছ রাখুন আর তাতে প্রতিদিন প্রদীপ জ্বালান।
৬. কোনো ভাঙ্গা বাসনে খাবার খাবেন না , এতে নেতিবাচকতা বৃদ্ধি পায়।
৭. ঘরে কোনো ভাঙ্গা বাসন পত্র রাখা উচিত নয় , তাই আজই তা বাড়ি থেকে বের করুন।
৮. বাস্তু মতে কোনো ঘরে তিনটি দরজা থাকা ভালো নয়। এতে পজিটিভ শক্তি হ্রাস পায়।
আরো পড়ুন :- জানুন বড় সাফল্যের ইঙ্গিত দেয় কোন স্বপ্ন গুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)