বাড়িতে পোষ্য থাকলে এই জিনিসগুলি জেনে রাখুন , কোনোদিন আর্থিক ও মানষিক কষ্ট হবে না

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- প্রচুর মানুষ আছেন যারা পশু প্রেমী। এই সকল মানুষ তাদের বাড়িতে বিভিন্ন পোষ্য রেখে থাকেন। কোনো প্রাণী ও পাখি বাড়িতে রাখার পূর্বে মনে রাখা উচিত যে প্রাণী ও পাখি বাড়িতে রাখা শুভ ও অশুভ হতে পারে। আপনি হয়তো শখের বসে বাড়িতে বিভিন্ন প্রাণী বা পাখি রাখছেন তবে এমন কিছু প্রাণী ও পাখি রয়েছে যা বাড়িতে পুষলে আর্থিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। তবে এমন অনেক প্রাণী আছে যা বাড়িতে রাখলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি ভরে ওঠে। চলুন দেখে নেওয়া যাক কোন প্রাণী ও পাখি বাড়িতে পুষলে শুভ বলে বিবেচিত হয়।

১. টিয়া :- কোনো ব্যাক্তি যদি তার বাড়িতে টিয়া পোষেন তবে বাড়িতে কোনো সমস্যা আসার আগেই টিয়া পালিয়ে যায়। এর ফলে বাড়িতে আসতে পারা কোনো সমস্যার আগাম সতর্ক বার্তা পাওয়া যায়।

আরো পড়ুন :- আপনার অজান্তে করা এই ছোট ভুলগুলো আপনার জীবনে ডেকে আনতে পারে চরম দরিদ্রতা

২. কুকুর :- কুকুর প্রভু ভক্ত প্রাণী। হিন্দু শাস্ত্রে কুকুরকে ভৈরবের সেবক রূপে বিবেচনা করা হয়। শাস্ত্র মতে , বাড়িতে কুকুর রাখলে ও খাওয়ালে ধনসম্পদ বৃদ্ধি পায়।

৩. খরগোশ :- বাস্তুশাস্ত্র মতে , বাড়িতে খরগোশ পুষলে বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্রে বাড়িতে খরগোশ পোষা বাচ্চাদের পক্ষে ভালো হয়।

niladri misra

৪. পায়রা :- হিন্দু শাস্ত্রে পায়রাকে শিব – পার্বতীর প্রতীক হিসাবে ধরা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই বাড়িতে পায়রা পোষা অশুভ বলে বিবেচিত হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে বাড়িতে পায়রা পোষা শুভ ফল দিয়ে থাকে। তবে বাড়িতে পায়রা না পোষাই ভালো।

৫. মাছ :- অনেকেই শখের বসে বাড়িতে অ্যাকোরিয়াম রাখেন। এই অ্যাকোরিয়ামে গোল্ড ফিশ  ( সোনালী মাছ ) রাখলে পরিবারে শান্তি আসে।

আরো পড়ুন :- একটুকরো কাঁচা হলুদ আপনার জীবনে আনতে পারে সুখ – সমৃদ্ধি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন