Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মুদ্রা অথাৎ অর্থ জীবনে স্বচ্ছল ভাবে বেঁচে থাকার জন্য অণ্যতম জিনিস। এই অর্থ উপার্জনের জন্য মানুষ বিভিন্ন কাজ করে থাকেন। অনেকে আবার পরিশ্রম করেন কিন্তু সেই অনুযায়ী ফল পাননা। এর জন্য বিভিন্ন কারণ থাকতে পারে।
বাস্তু শাস্ত্র মতে , ৩ থেকে ৫ টি পিতলের তৈরি মুদ্রা লাল ফিতায় বা কাপড়ে গিট দিয়ে বাড়ির প্রধান দরজার সামনে ঝুলিয়ে দিলে জীবনের আর্থিক সমস্যা কাটিয়ে সফলতা পাওয়া যায়। চাইনিজ বাস্তু মতে , লাল বা হলুদ সুতোয় বাঁধা ৩ টি মুদ্রা অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- জলের মতো টাকা খরচ করে এই রাশি গুলি দেখে নিন তালিকায় আপনি আছেন কি না
চাইনিজ বাস্তু মতে , এই তিনটি মুদ্রা স্বর্গ , পৃথিবী ও প্রকৃতির প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই তামার কয়েন গুলো বাড়ির নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে। ফলে বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়।
এই তামার মুদ্রা শুধু বাড়ির প্রধান দরজায় না , বাড়ির সমস্ত দরজায় ঝুলাতে পারেন এছাড়া এই তামার মুদ্রা অফিসে বা ব্যবসা ক্ষেত্রে ঝুলাতে পারেন। ফলে ব্যবসা ক্ষেত্রে উন্নতির সম্বাভনা বৃদ্ধি পায়। বাড়ির বাচ্চারা যেখানে বসে পরে সেখানে এই তামার কয়েন গুলো ঝুলিয়ে রাখতে পারেন। এতে সেখানকার ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ও নেতিবাচক শক্তি হ্রাস পায়। ফলে শিশুদের পড়াশুনোতে মনোনিবেশ করতে সাহায্য করে। এছাড়া এই তামার মুদ্রা বাড়িতে টাঙানোর ফলে পরিবারে সমৃদ্ধির সাথে সাথে সুখ ও শান্তি বৃদ্ধি পায়।
আরো পড়ুন :- মহাদেবের কৃপাদৃষ্টি পেতে বাড়িতে পালন করুন এই নিয়ম গুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় , অগ্রিম বুকিং আবশ্যক )