Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- সকলেই বাড়ি বানাবার পূর্বে বাস্তু মতে বাড়ি বানান। আবার যারা তৈরী বাড়ি ফ্ল্যাট কেনেন তারাও বাড়ির বাস্তু মেনেই কেনার চেষ্টা করেন। তাই যারা ফ্ল্যাট বা বাড়ি বানিয়ে বিক্রি করেন তারা আগে থেকেই বাড়ির বাস্তু মেনে বাড়ি বা ফ্ল্যাট তৈরী করেন। যাতে করে যেই পরিবার ওই বাড়ি বা ফ্ল্যাটে বসবাস করবেন তাদের জীবনে যাতে বাস্তুর কারণে সমস্যা না আসে।
বাস্তু শাস্ত্র আমাদের জীবনের সাথে গভীর ভাবে যুক্ত। বাস্তু শাস্ত্র মতে , সঠিক দিক থেকে কোনো কাজ শুরু না করা হলে তাতে সফলতা আসে না। এখানে জানাবো বাস্তু মতে কিছু ভুল যা আমাদের জীবনে খুবই প্রভাব ফেলে। যার থেকে বাঁচতে সঠিক নিয়ম পালন করে বাস্তুর এই কাজ গুলি করা উচিত।
আরো পড়ুন :- কর্মক্ষেত্র নিয়ে চিন্তায় রয়েছেন ? কর্মক্ষেত্রে উন্নতির জন্য মানুন এই নিয়ম গুলি
১. শোবার ঘরে বিছানা এই ভাবে রাখুন যাতে শোবার সময় আপনার পা উত্তর দিকে আর মুখ দক্ষিণ দিকে থাকে। অথাৎ আপনার বিছানা উত্তর দক্ষিণ বরাবর রাখতে হবে।
২. বাড়িতে জল রাখার জায়গা উত্তর , পূর্ব বা উত্তর – পূর্ব কোনে করুন। বাস্তু মতে সঠিক জায়গায় জল রাখা না হলে বাড়িতে আর্থিক সমস্যা দেখা দেয়।
৩. বাড়িতে ঠাকুর ঘর বা ঠাকুর রাখার জায়গা উত্তর – পূর্ব কোনে তৈরী করুন। এতে বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়।
৪. বাস্তু শাস্ত্র খাবার খাওয়ার দিকের নির্দেশ ও দেওয়া হয়েছে। বাস্তু মতে , বাড়িতে খাবার খাওয়ার সময় পূর্ব দিকে মুখ করে খাবার গ্রহণ করা শুভ। এতে শারীরিক সুস্থতা বজায় থাকে।
আরো পড়ুন :- বাস্তুর এই নিয়মগুলি সঠিক ভাবে পালন করলে জীবনে সাফল্য ও আর্থিক উন্নতি আসবেই
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)