Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- বাড়িতে শুভ কাজ প্রায় সকলেই করে থাকেন। আর এই শুভ কাজ বাড়িতে বয়ে আনে সুখ , শান্তি ও সমৃদ্ধি। আর এই শুভ কাজ বাড়ির পুজো – পার্বন হতে পারে। বাস্তু শাস্ত্রে এমন অনেক জিনিস রয়েছে যা বাড়ির কোনো শুভ কাজে একেবারেই ব্যবহার করা উচিত নয়। এমন কিছু জিনিস রয়েছে যা বাড়ির শুভ কাজে ব্যবহার করতে নেই বা শুভ কাজের সামনে রাখতে নেই। চলুন দেখে নেওয়া যাক জিনিস গুলি কি কি।
আরো পড়ুন :- ঘুমের মধ্যে এই স্বপ্ন গুলি দেখলে বুঝবেন আপনার প্রেম , বিবাহের যোগ আসছে
১. বাড়ির কোনো শুভ কাজে কালো পোশাক পড়বেন না। এই কালো পোশাক শুভ কাজে অশুভ বলে মনে করা হয়। যারা নতুন বিবাহিত তাদের বিশেষ করে এই কালো পোশাক এড়িয়ে চলা প্রয়োজন।
২. পুরানো জামা – কাপড় পরে বাড়ির কোনো শুভ কাজ করা উচিত নয় বা শুভ কাজে কোনো পুরানো জামা – কাপড় দান করা উচিত নয়।
৩. কোনো শুভ কাজে সুঁই – সুতো ব্যবহার করা বা রাখা উচিত নয়। বাস্তু শাস্ত্র মতে , সুঁই – সুতো অশুভ শক্তি বয়ে আনে বলে মনে করা হয়। তাই শুভ কাজে অশুভ শক্তির বাহক কোনো জিনিস না দেওয়াই ভালো বলে মনে করা হয়।
৪. নিত্য ব্যবহৃত কাঁচি পুজোর কাজে ব্যবহার করতে নেই। পুজোর বিভিন্ন কাজে কাঁটার জন্য কাঁচি ব্যবহার করে থাকে অনেকে কিন্তু এই কাঁচি নতুন হওয়া উচিত। বাস্তু শাস্ত্র মতে , এমনটা করলে বাড়িতে অমঙ্গল ডেকে আনা হয়।
আরো পড়ুন :- কর্মজীবন , ব্যবসা , প্রেম ,দাম্পত্য , বিদ্যা সকল ক্ষেত্রে সফলতা , এই একটি রত্নেই পাবেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)