বাড়ির সদর দরজার সামনে এই জিনিস গুলি থাকলে , জীবনে আসতে পারে চরম দুর্ভোগ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বেশিরভাগ মানুষই নিজের বাড়ি করার আগে বাস্তু শাস্ত্র মতে নিজের বাড়ির পুজো করিয়ে নেন , যাতে বাড়িতে কোনো প্রকার দোষ বা অশুভ শক্তির প্রভাব না পরে। বাস্তু শাস্ত্র মতে বাড়িতে নেতিবাচক শক্তি থাকলে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। অপর দিকে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাবে বাড়িতে সুখ , শান্তি বজায় থাকে।

প্রতিটি মানুষই চায় তার বাড়িতে কোনো প্রকার নেতিবাচক শক্তি না থাকে। তবে বাস্তু দোষ যে আপনার ঘরের ভিতরের ঘটবে তা না ও হতে পারে। বাস্তু দোষ আপনার ঘরের বাইরে ও হতে পারে। বেশির ভাগ মানুষই তার বাড়ির ভিতরকার বাস্তু দোষের উপর মনোযোগ দিয়ে থাকেন। তবে যে বাস্তু দোষ শুধু যে বাড়ির ভিতরেই হবে তা নয়। বাড়ির বাইরে ও হতে পারে। আপনার বাড়ির সদর দরজার সামনের কিছু জিনিস ও আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটাতে পারে। জেনে নিন জিনিস গুলি কি কি –

আরো পড়ুন :- কু-নজর থেকে বাড়িকে মুক্ত রাখতে মেনে চলুন এই সহজ টোটকা

১. বাড়ির সামনে কখনোই আবর্জনা , ময়লা , ডাস্টবিন থাকা উচিত নয়। এর ফলে আর্থিক উন্নতিতে বাধা আসে। মা লক্ষী ঘরে প্রবেশে বাধা পায়।  ফলে পরিবারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

২. বাড়ির সামনে লতা জাতীয় গাছ লাগানো উচিত নয়। এতে শত্রু বৃদ্ধি ঘটায়।

৩. বাড়ির সদর দরজার সামনে কোনো নোংরা জল জমতে দেবেন না। বাড়ির সদর দরজা দিয়েই মা লক্ষীর প্রবেশ হয়। আর বাড়ির সদর দরজার সামনে নেতিবাচক শক্তির প্রভাব ঘটলে আর্থিক উন্নতিতে বাধা আসে।

৪. বাড়ির সদর দরজাটি রাস্তার থেকে উঁচু হওয়া উচিত।  নয়তো এর ফলে নেগেটিভ শক্তির প্রবেশ পথ প্রশস্ত হয়।

৫. বাড়ির সামনে কোনো কাঁটা গাছ রাখা উচিত নয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ দেখা দেয়।

আরো পড়ুন :- প্রেম ও বিয়ের ক্ষেত্রে যে রাশি গুলিকে এড়িয়ে চলা উচিত , দেখুন এক নজরে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————–

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন