Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মানব জীবনের একটি অন্যতম জিনিস হল তার স্বাস্থ্যে। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকতে সকলেই চায়। কিন্তু বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন রোগের শিকার হয়ে পরে। বাস্তু শাস্ত্র কেবল মাত্র বাড়ি নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাস্তু শাস্ত্রের বেশ কিছু সহজ নিয়ম যদি আমরা সঠিক ভাবে পালন করতে পারি তা হলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠতে পারে।
বছরের বিভিন্ন সময় প্রতিটি পরিবারের কেউ না কেউ কোনো না কোনো রোগে ভোগেন। কিন্তু আমরা সকলেই চাই আমাদের পরিবারের সকল সদস্য যেন ভালো থাকে। তবে এই রোগে আক্রান্ত হওয়ার পিছনে বস্তুর ত্রুটি মারাত্মক ভাবে কাজ করে।
আরো পড়ুন :- বৃহঃস্পতিবার পালন করুন এই নিয়ম , দূর হবে আর্থিক সমস্যা
বাস্তু শাস্ত্রে মানুষের স্বাস্থ্যে নিয়ে কিছু জিনিস বর্ণিত রয়েছে। বাস্তু শাস্ত্র মতে আপনার বাড়িতে যদি কিছু জিনিস থাকে তা হলে আপনার পরিবারের সদস্যরা বিভিন্ন রোগের শিকার হতে পারে। এই জিনিস গুলি আপনাদের বাড়ির বাইরে বের করা উচিত। চলুন এই জিনিস গুলির ব্যাপারে জেনে নেওয়া যাক।
বাড়ির মন্দিরে ভগবানের কোনো খণ্ডিত মূর্তি বা ছেড়া ছবি থাকে তবে তা রাখা উচিত নয়। বাস্তু মতে মনে করা হয় যে এই খণ্ডিত মূর্তি ও ছেড়া ছবি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। বাড়ির মন্দিরে যদি কোনো খণ্ডিত মূর্তি বা ছেড়া ছবি থাকে তবে তা আজই জলে বিসর্জন করুন।
আমাদের রান্না ঘরে কোনো ভাঙা বাসন রাখা উচিত নয়। এই জিনিস গুলি পরিবারে নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। যার ফলে পরিবারের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পরে। ঘরের মধ্যে ডাস্টবিনে জমে থাকা ময়লা ঘরে রাখা উচিত নয়। এছাড়া পুরানো বই খাতা ও পেপার বাড়িতে রাখা উচিত নয়। এতে পরিবারে নেগেটিক শক্তি ছড়িয়ে পরে , যার ফলে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
আরো পড়ুন :- কু-নজর থেকে বাড়িকে মুক্ত রাখতে মেনে চলুন এই সহজ টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————-
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)