Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বর্তমানে মানুষ একটি বাড়ি থাকতেও আরো বাড়ি বা ফ্লাট ক্রয় করে থাকেন। তবে এখন অনেকেই কর্ম জীবনের জন্য বা ব্যবসার জন্য বাড়ির থেকে দূরে থাকেন। আর তারা সেখানে বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবেন বা কিনেও নেন। আর তাতেই খুশি ও আনন্দে ভরে যান সকলে। তারপর এক অজানা কারণেই অনেকের জীবনের সেই খুশির মুহূর্ত হারিয়ে যায়।
আরো পড়ুন :- হাতের তালুতে প্রচুর রেখা থাকার বৈশিষ্ট্য কী ? থাকলে কী করা উচিত জানুন
তার পর আপনার জীবনে যেই সকল অবাস্তব অবাস্তব জিনিস ঘটতে থাকে যা আপনি কোনো দিন কল্পনাও করতে পারেন নি । কিন্তু অসুবিধায় পড়ার আগেই যদি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চলেন, তাহলে কিন্তু আপনার জীবনে বাস্তুর কারণে কোনও বাধাই আর আসেনা। তাহলে জেনে নিন, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বাস্তু তন্ত্রের কয়েকটি রীতিনীতি।
১. আপনার ফ্ল্যাটের রান্নাঘরটি যেনও কখনই আপনার ঘরেই প্রধান দরজার পাশেই না হয়। রান্নাঘরটি মুখ সবসময় পূর্ব দিকে হওয়া উচিত। এই জিনিসটা একটু খেয়াল করবেন।
২. ফ্ল্যাট কেনার আগে দেখে নিন। যেই সমস্ত ফ্ল্যাট -এর দক্ষিণ বা পশ্চিম দিকে বিশাল বড় জলাধার আছে , সেই সমস্ত ফ্ল্যাট গুলি এড়িয়ে চলুন। তবে নদী থাকলে অসুবিধা নেই।
৩. যেই ফ্ল্যাট এর বারান্দা, দক্ষিণ-পশ্চিম দিকে সেই সমস্ত ফ্ল্যাট এড়িয়ে চলুন।
৪. ফ্ল্যাট কেনার সময় অবশই দেখবেন আপানার ফ্ল্যাটের বিল্ডিংটি যেনও বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আকারের হয়।
৫. ফ্ল্যাট কেনার সময় মাথায় রাখুন। আপানার ফ্ল্যাটের বিল্ডিং এর উত্তর বা উত্তর-পূর্ব দিকটি যেনও খোলা থাকে। এতে ফ্ল্যাটে পজিটিভ এনার্জি প্রবেশ করবে।
৬. যেই ফ্ল্যাট এর প্রধান গেট পূর্ব বা উত্তর-পূর্ব দিক বরাবর, সেইগুলিই নির্বাচন করুন। এতে শুভ।
এই সকল জিনিস একটি বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। তবে সকলেই বাড়ি বাস্তু অনুযায়ী করে থাকে ফলে আপনি কোনো তৈরী করা বাড়ি কিনলে তা বাস্তু সম্মতই পাবেন। তবুও তার বাস্তু দেখে নেবেন।
আরো পড়ুন :- শনিদেব নিজের অবস্থান পরিবর্তন করেছেন , ফলে বেশ কয়েকটি রাশি চমৎকার ফল পাবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)