Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- মানুষের বিবাহিত জীবন যদি সুখের হয় তবে তার থেকে বেশি সুখ অন্য কিছুতে হয় না। আর বিবাহিত জীবন যদি কষ্টের হয় তবে তার থেকে কষ্টের কিছু হয় না। তবে বিবাহিত জীবনে যদি সমস্যা হয় তবে বাস্তুর কিছু দোষের কারণে তা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক বিবাহিত জীবনে সুখে থাকার কিছু টোটকা –
১. বিবাহিত দম্পত্তির বাথরুম কখনোই দক্ষিণ ও দক্ষিণ – পশ্চিম দিকে হওয়া উচিত নয়।
২. বিবাহিত হলে আপনার বেডরুমে কম্পিউটার ও টিভি থাকা উচিত নয়।
আরো পড়ুন :- বাড়িতে অশান্তি ও ঝামেলা লেগেই থাকে ? বাস্তু মতে এই নিয়ম গুলি বাড়িতে আনবে সুখ সমৃদ্ধি
৩. বেডরুমে কখনো পুকুর , নদী , জলপ্রপাত এর ছবি রাখা উচিত নয়। এছাড়া খাটের নিচে কোনো প্রকার জিনিষ রাখা উচিত নয় , এতে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে।
৪. বিছানার সামনে কখনোই আয়না রাখবেন না , এতে স্বামী – স্ত্রীর মধ্যে ঝড়গা বাড়তে পারে।
৫. বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে লাল রং করলে স্বামী – স্ত্রীর সম্পর্ক আরো দৃঢ় হয়। তাই বাড়ির দক্ষিণ দিক স্বামী – স্ত্রীর জন্য শুভ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- জানুন বড় সাফল্যের ইঙ্গিত দেয় কোন স্বপ্ন গুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)