Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হলুদের আয়ুর্বেদিক গুণ ছাড়াও হলুদে রয়েছে সাফল্য এনে দেওয়ার শক্তিও। জ্যোতিষ শাস্ত্র মতে, সন্তান থেকে শুরু করে বিয়ে এবং রোগ থেকে মুক্তি পর্যন্ত দিতে পারে ছোট একটা হলুদের টোটকা। চলুন দেখে নেওয়া যাক হলুদ নিয়ে ক্রিয়াগুলি।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
১. বিয়েতে বার বার বাধা এলে নিয়মিত গণেশের চরণে হলুদ অর্পণ করুন। এতে বিয়েতে বাধা খুব দ্রুত কেটে যায় ৷
২. নিয়মিত কপালে হলুদের তিলক লাগান ৷ এতেও বিয়ের বাধা কেটে যায় ৷
৩. মনের মতো স্বামী বা স্ত্রী পেতে চাইলে সূর্যদেবকে হলুদ এবং গুড় অর্পণ করুন ৷
৪. খুব তাড়াতাড়ি বিয়ের জন্য কোনও এক বৃহস্পতিবার ঘরের লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি বা ছবির পিছনে হলুদ রঙের কাগজে কিছুটা হলুদ মুড়িয়ে রেখে দিন। এতে খুব ভালো ফল দেয় ৷
৫. বিয়ের পর সুখ ধরে রাখার জন্য বিয়ের আগে পাঁচটা বা সাতটা হলুদ জিনিস হলুদ রঙের কাপড়ে মুড়ে ইষ্টদেবতার কাছে রেখে দিতে হবে যত দিন না বিয়ে হচ্ছে। বিয়ে হয়ে যাওয়ার পর জিনিসগুলো প্রবহমান জলে ভাসিয়ে দিতে হবে।
৬. স্বামী বা স্ত্রীর মন জয় করতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বেসন ও হলুদের তৈরি খাবার খান।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।