Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- বুধ গ্রহকে আপনার বুদ্ধি এর কারক গ্রহ ধরা হয়।
বুধ এমন একটা গ্রহ যে রবি এর সাথে যায় আবার শনি ও শুক্রের সাথে যায়।
বুধ হলেন একজন যুবক রাজকুমার। অনেকের মতে বুধ নপুংসক গ্রহ।
বুধ একমাত্র গ্রহ যে নিজের ঘর কন্যা রাশিতে উচ্চ হয় 15 ডিগ্রি অবধি। বুধ 15-20 ডিগ্রি অবধি মূল ত্রিকনের ফল দেন কন্যা রাশিতে।
বুধ মীন রাশিতে 15 ডিগ্রি অবধি নিচ হয়। কারণ বুধ একজন নাবালক গ্রহ আর 12 তম ঘর খরচের ঘর, আমরা দেখেছি বুধ এই ঘরে থাকলে খুব খরচ বৃদ্ধি করে।
জ্যোতিষ এ বুধ কে শিক্ষা,লেখনী শক্তি,ব্যাবসা,কমিউনিকেশন ও মুখ এর ভাষার কারক গ্রহ বলা হয়।
বুধ গ্রহ আপনার লজিক,ক্যালকুলেশন,আপনার ইন্টেলিজেন্স এই সব বিষয় রিপ্রেজেন্ট করে।
বুধএকাউন্ট,কমার্স,গণিত,মিডিয়া,মাস-কমিউনিকেশন,সফটওয়ার ডেভলপমেন্ট এই সব বিষয়ের গ্রহ। বুধ আপনার হিউমার পাওয়ারকে রিপ্রেজেন্ট করে।
বুধ কন্যা ও মিথুন রাশি এর স্বামী। এবং কাল পুরুষের চার্ট অনুযায়ী এই গ্রহ তৃতীয় ও 6ম ঘর এর অধিপতি। তৃতীয় ঘর আপনার কমিউনিকেশন,মানসিক স্থিরতা,ছোট ভাই-বোন,পরাক্রম,ছোট-খাটো ভ্রমণকে রিপ্রেজেন্ট করে। অন্যদিকে 6ম ভাব কোর্ট,কেস,লিটিগেশন,কম্পিটিশন কে রিপ্রেজেন্ট করে এই সব বিষয় থেকে উদ্ধার পেতে বুদ্ধির দরকার হয়,এই বুদ্ধি রিপ্রেজেন্ট করে বুধ।
আপনার চার্ট এ বুধ ভাল থাকলে আপনি বাক পটু,ভাল কমেডিয়ান,লেখক,আপনার যোগাযোগ ব্যবস্থা ভাল হবে,ভাই বোন দের সাথে সম্পর্ক ভাল,ছোট খাট ভ্রমণ পিপাসু,ভাল কমিপিটিটার,আপনি ভাল গণিতজ্ঞ হতে পারেন,ভাল হিসাব রক্ষক হতে পারেন,আপনার লজিক ভাল হবে,আপনি ভাল বুদ্ধিমান হবেন।
বুধ খারাপ থাকলে আপনার স্কিন প্রবলেম,ব্রণ,দাঁত,নার্ভ,ভয়েস ইত্যাদি খারাপ হতে পারে।
বুধ গ্রহের 3 টি নক্ষত্র আশ্লেষা, জ্যেষ্ঠা,রেবতী(এই তিনটি নক্ষত্র গন্ডমূল নক্ষত্রে পরে,এই নক্ষত্রের জাতকদের গন্ডমূল প্রতিকার করা উচিত)
বুধ এর সাথে মিলে রবি বুধাদিত্য যোগ করে যেটা জীবনের জন্য ভাল মনে রাখতে হবে এই যোগ ভাল ফল দেবে কন্যা,মিথুন ও সিংহ তে।
বুধ শুক্রের জুটি হলে লক্ষ্মী যোগ হয়। তবে এর ফল বিশেষ বিশেষ ক্ষেত্রে পাওয়া যায়।
বুধ এর সাথে মিলে রাহু ও কেতু নাশ যোগ করে,যার ফলে আপনার হওয়া কাজে বাঁধা দেবে।
বুধ গ্রহ নিয়ে দুই চার কথা :- (পর্ব-2)
লাল কিতাব গ্রন্থে বুধ গ্রহ এর বিশেষ ভূমিকা আলোচনা করা হয়েছে।
বলা হয় যে বুধ গ্রহ যে গ্রহ এর সাথে বসে তার মত আচরণ করে।
বুধ গ্রহ এর একটি দৃষ্টি 7ম।
বুধ গ্রহ কে নাবালক গ্রহ বলা হয়।
আপনারা লক্ষ করবেন বুধ কেবলমাত্র মারক ভাবের অধিপতি হয়(3,6)। এটাই কারণ হয়ত বুধ তার বুদ্ধি বলে মারক বিষয় সামলে নেন।
বুধ হল আপনার বুদ্ধি,লজিক,চিন্তা,কেলকুলেসন,লাভ-ক্ষতি বিচার করার ক্ষমতা,কালপুরুষের চার্ট এ তাই বুধ কে 3য় ও 6মে এর অধিপতি করা হয়েছে,কারণ 3য় ঘর আপনার পরিশ্রম যেটা বুদ্ধি দিয়ে করতে হয়,6ম ঘর আপনার ডেইলি ইনকাম এটাতেও বুদ্ধি লাগে। শুধু তাই নয় 6ম ঘর অনেক সমস্যার ঘর যেটা থেকে বেরোতে বুধ কেই প্রয়োজন হয়।
বুধ গ্রহ এর এফেক্ট আপনার জীবনে কতটা তা দেখার জন্য অবশ্যই তার ডিগ্রি,নক্ষত্র,কোন গ্রহের সাথে জুটি বেঁধে বসে আছে,D-9 এ তার প্রভাব কতটা তা ভাল করে দেখে নেয়া উচিত।
( এখানে আমি লগ্ন থেকে বুধ 12 তম ঘরে কেমন প্রভাব দেয় তার আলোচনা করলাম)
আরো পড়ুন :- কেতু গ্রহ আপনার জীবনে কি প্রভাব ফেলে দেখুন
1) বুধ লগ্নে :- লগ্ন থেকে আপনার স্বভাব,চরিত্র,আপনার শারীরিক গঠন বিচার করা হয়, আপনার পারসোনালিটি ইত্যাদি দেখা হয় ।বুধ যদি এখানে বলবান হয়ে অবস্থান করে তবে আপনি বুদ্ধিমান হবেন,আপনার লজিক পাওয়ার ভাল হবে,আপনি গণিত,অ্যাকায়ন্ট ইত্যাদি বিষয়ে পারদর্শী হতে পারেন। বুধ লগ্নে বসে 7ম ঘরে দৃষ্টি দেয়ার দরুন আপনার পার্টনারশিপ ভাল হবে,ব্যাবসা বাণিজ্য ভাল হবে।কিন্তু লগ্নে বুধ অনেক সময় দেখা যায় আপনার জীবনে বিভিন্ন বিষয়ে উত্থান পতন ডেকে আনে।
2) দ্বিতীয় স্থানে বুধ:- আপনার বাক শক্তি খুব সুন্দর হবে। আপনি পারিবারিক সাপোর্ট পাবেন, আপনি অর্থ উপার্জনের জন্য সঠিক বুদ্ধি ব্যাবহার করতে পারবেন,আপনার সাথে আপনার আত্মীয় দের সম্পর্ক ভাল হবে,বুধ দ্বিতীয় স্থানে বসে 7ম দৃষ্টি দেয়ার দরুন আপনি বুদ্ধির উপায়ে সহজেই নিজের obstacle দূর করতে পারবেন,আপনি বুদ্ধির উপায়ে নতুন নতুন প্রজেক্ট করার কথা চিন্তা করবেন। আপনার অ্যাঙ্কারিং,মিডিয়া,সাংবাদিক, কমেডিয়ান ইত্যাদি কাজে যুক্ত হতে পারেন। ইত্যাদি।
3) তৃতীয় ভাবে বুধ :- তৃতীয় স্থানে বুধ থাকলে আপনার লেখনী শক্তি ভাল,আপনার বোন বা ভাই দের আপনি কেয়ারিং হবেন,আপনি বুদ্ধির সাহায্যে পরাক্রম লাভ করবেন,আপনি ছোটখাট ভ্রমণ করতে ভালবাসবেন,কালপুরুষের চার্ট অনুযায়ী 3য় ঘরের অধিপতি বুধ, এখানে বুধ ভাল থাকলে আপনার কমিউনিকেশন পাওয়ার ভাল হবে,শুধু তাই নয় এখানে বুধ বসে আপনার ভাগ্য,পিতা,ধর্মের স্থানে দৃষ্টি দেয়ায় আপনার উক্ত বিষয় শুভ প্রদান করবে।
সংক্ষিপ্ত বর্ণনা দিলাম তবে বুধ গ্রহ দেখতে হলে আরো অনেক কিছু চার্ট এ দেখা দরকার। ভুল ত্রুটি মার্জনীয়।
4) 4থ ভাবে বুধ :-চতুর্থ স্থান হল আপনার মায়ের স্থান, আপনার বাড়ি,সুখ,বহন ইত্যাদি এখানে বুধ এর মত শুভ গ্রহ থাকলে শুভত্ব প্রদান করে। জাতককে বুদ্ধিমান,শিক্ষিত,ভাগ্যবান,কোন সংস্থার প্রেসিডেন্ট হতে পারে,সংগীত কলায় রুচি থাকতে পারে,ধর্ম মানতে পারে,সরকারি সাপোর্ট পেতে পারে, তবে 4থ হাউসে বুধ জাতকের মধ্যে প্রচুর রাগ,জেদ সৃষ্টি করে অনেক সময় জাতক বাড়ির অশান্তির কারণ হয়। বুধ এর সাথে কোন পাপী গ্রহ বসে থাকলে বুধ খারাপ ফল দেয়,এবং ভাল গ্রহ বসে থাকলে ভাল ফল প্রদান করে।
বুধ 5ম স্থানে থাকলে :- বুধ হল শিক্ষা,বুদ্ধি এখানে বুধ ভাল ফল প্রদান করে। বুধ এর প্রভাবে জাতক গণিত, তর্ক শাস্ত্র,একাউন্ট শাস্ত্র ইত্যাদি বিষয়ে পড়াশোনা করতে পারে,বুধ এখানে থাকলে জাতক খুব কালকুলেটিভ হয়,লাভ ক্ষতির হিসাব ভাল বোঝে। জাতকের সন্তান ভাল বুদ্ধিমান হতে পারে।
প্রেমজ সম্পর্কে ভাল ফল দেয়। তবে বুধ পীড়িত হলে,দগধ,বা পাপী গ্রহ দ্বারা দৃষ্ট বা জুটি করলে খারাপ ফল দেয়।
6ম ঘরে বুধ :- 6মে বুধ জাতকের শিক্ষা,বুদ্ধি এর উপর নেগেটিভ প্রভাব দেয়। জাতকের স্কিন,দাঁত,নার্ভ জাতীয় রোগ দেখা দিতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে কালপুরুষের চার্ট এ বুধ 6ম প্রতি। এই ঘর রোগ,ঋণ,লিটিগেশন,কম্পিটিশন,ডেইলি ইনকাম,জুট ঝামেলার ঘর ইত্যাদি এই সব দিক থেকে রক্ষা পেতে বুদ্ধি(বুধ) কে দরকার হয়। এই ঘরের জন্য হয়তো অনেক নেগেটিভ পেতে হয় তবে পজিটিভ বিষয় ও কম নয়।
গ্রহ বিচারের আগে পুর চার্ট এর সব কিছু ভাল করে দেখা দরকার। যেমন গ্রহ এর ক্ষমতা ডিগ্রি অনুযায়ী,কোন নক্ষত্রে আছে,D-9 এ এর পজিশন ইত্যাদি।
বুধ হল আপনার জ্ঞান, বুদ্ধি,স্মরণ ক্ষমতা,আপনার লজিক,আপনার institution,।
7ম ভাবে বুধ অবস্থান করলে :- জাতকের জীবন সাথী বিনম্র,সুশ্রী,বিদ্বান হয়। শুধু তাই নয় জাতকের ব্যাবসা বাণিজ্য ভাল হয়, জাতক বুদ্ধিমান হয়,লজিক দিয়ে কাজ করতে ভালবাসে। তবে একটা বিষয় মনে রাখতে হবে বুধ নাবালক গ্রহ এখানে যদি বুধ পাপ গ্রহ এর সাথে যুক্ত হয় বা দৃষ্ট হয় তবে বিবাহিত জীবনে ক্ষতি,পার্টনারশিপ এ সমস্যা দেবে। ইত্যাদি।
আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন
8ম ভাবে বুধ :- বুধ 8ম ভাবে অবস্থান করলে গুপ্ত বিদ্যায় রুচি আনে, বিশ্বাসযোগ্য হয়,সরকারি সাপোর্ট পায়,শত্রু নাস হয়,নতুন নতুন বিষয় রিসার্চ করে,লেখনী শক্তি ভাল হতে পারে। তবে বুধ পীড়িত হলে ক্রনিক রোগ দেয়,স্কিন সমস্যা,নার্ভ সমস্যা,বুদ্ধি ভ্রষ্ট হয়,বিবাহিত জীবনে সমস্যা দেয়।
9ম ভাবে বুধ :- 9ম এ বুধ ভাল ফল প্রদান করে যদি পীড়িত না হয়,নিচ না হয়। বুধ এখানে থাকলে জাতক ভাগ্যবান হয়,পিতার সাপোর্ট পায়,ধর্ম মানে, ধনবান হয়,বুদ্ধি মান হয়,উচ্চ শিক্ষিত হয়। ধর্ম ,শাস্ত্র মানে । ইত্যাদি
বুধ এর ভাব দেখার সময় দেখা দরকার বুধ এর ডিগ্রি কত,বুধ এর দশা-অন্তরদশা চলছে কিনা।
বুধ 10 ভাবে :- বুধ যদি লগ্ন,চন্দ্র এবং D-9 চার্ট এ শুভ হয় তবে সফল ব্যাবসায়ী হয়,অল্প বয়স থেকে উপার্জন করে,গাড়ি-বাড়ি সুখ পেয়ে থাকে। শুধু তাই নয় জাতক একজন ভাল অ্যাকান্টেন্ট,মিডিয়া,গণিতজ্ঞ,সাংবাদিক হতে পারে। জাতকের বাণী মধুর হয়। জাতকের মাধ্যমিক শিক্ষা ভাল হয়। বুধ পীড়িত হলে,পাপী গ্রহ এর সাথে বসলে এর ফল নেগেটিভ হয়। ইত্যাদি।
বুধ 11 ভাবে :- বুধ 11 তম স্থানে থাকলে এবং যদি পীড়িত না হয় গুনবান,বুদ্ধিমান,উচ্চশিক্ষিত,সুন্দর স্বভাবের হয়। ভাল ব্যাবসায়ী হয়,গণিতে পারদর্শী হয়,ভাল শিক্ষক হয়,সম্মানীয় ব্যাক্তি হয়,বড় ভাই-বোন এর সাপোর্ট পায়,ভাল একাউন্টটেন্ট হতে পারে,লেখক হতে পারে,ভ্রমণ এ রুচিশীল হবে। ইত্যাদি
বুধ 12 ভাবে :- বুধ এর 12 স্থানে অবস্থান ব্যাক্তি বিশ্বাস যোগ্য হয় না,অনেক সময় দেখা যায় জাতক ধোঁকা বাজ হয়,তবে চালাকির সাহায্যে কাজ শেষ করার ক্ষমতা থাকে,জাতকের খরচ বেশি হয়,মুখের ভাষা ভাল হয় না অনেক সময়,জাতকের স্কিন,নার্ভ জাতীয় সমস্যা হতে পারে,জাতক এক্সপোর্ট-ইমপোর্ট এর ব্যাবসার সাথে যুক্ত হতে পারে। তবে বিপরীত রাজ যোগ,নিচ ভঙ্গ রাজ যোগ, শুভ গ্রহের দৃষ্টি ,জুটি থাকলে,D-9 ও নক্ষত্র ভাল পেলে ভাল ফল জাতক পাবে।
উপরিউক্ত আলোচনা জেনারেল রেজাল্টের ভিত্তিতে আলোচিত। ভুল ত্রুটি মার্জনীয়।
আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন
————————————————————————-
জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি
চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
বিবাহ , ব্যবসা , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন।
ফোন – 9735587023 ( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)