বৃশ্চিকে বুধাদিত্য যোগ , আগামী বেশ কিছুদিন প্রবল ভাগ্যদয় ঘটবে বেশ কিছু রাশির

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আজ ২১ নভেম্বর , রবিবার আজ থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবে বুধ । গত ১৬ নভেম্বর থেকে সূর্যও এই একই রাশিতে বিরাজ করছে। এবার বুধ এই রাশিতে প্রবেশ করায় সূর্যের সাথে যুতি করে সৃষ্টি হবে বুধাদিত্য যোগ। এই যোগের প্রভাবে জাতক – জাতিকাদের ধন-সম্পত্তি ও সুখ-শান্তি বৃদ্ধি হয়। জ্যোতিষ শাস্ত্র মতে ,  বুধাদিত্য যোগকে শুভ ফলদায়ী মনে করা হয়। আর এর মাধ্যমে রাজযোগও সৃষ্টি হয়।

জ্যোতিষ শাস্ত্রে  সূর্যকে আত্মা , পিতা , সম্মান ইত্যাদির কারক গ্রহ হিসাবে মনে করা হয়। আবার বুধকে জ্ঞান , বুদ্ধি , ব্যবসার কারক গ্রহ হিসাবে মনে করা হয়। বৃষ , কন্যা , তুলা , বৃশ্চিক , ধনু ও কুম্ভ রাশিতে বুধাদিত্য যোগ থাকলে সেই জাতক প্রভাবশালী হয়। ১০ ডিসেম্বর পর্যন্ত এই গ্রহ দুটি এক সঙ্গে বৃশ্চিক রাশিতে থাকায় বুধাদিত্য যোগ বজায় থাকবে। ২০ দিনের এই বুধাদিত্য যোগ কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ ফল দিতে চলেছে।

১. কুম্ভ রাশি :- এই রাশির দশম স্থানে সূর্য-বুধের যুতি সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে এই রাশির কেরিয়ারের সমস্ত সমস্যা দূর হবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে এবং মানসম্মান বৃদ্ধি পাবে। এই সময় পরিশ্রমের পূর্ণ ফল লাভ করবেন এরা।

আরো পড়ুন :- মা লক্ষীর কৃপা পেতে পালন করুন এই সহজ টোটকা

২. সিংহ রাশি :- এই রাশির চতুর্থ স্থানে সূর্য ও বুধের যুতি সৃষ্টি হচ্ছে। এই স্থান সুখ , সমৃদ্ধি , বাহন , মা ও অর্থের কারক। এই যোগের প্রভাবে অঢেল অর্থ লাভ হতে পারে। এই সময় পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। এই সময় গাড়ি কিনতে পারেন। এই সময় কর্মক্ষেত্রে শুভ পরিণাম পাবেন । এই সময় স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও এই সময় মাতা পিতার সহযোগিতাও লাভ করবেন।

৩. মীন রাশি :- এই সময় এই রাশির প্রচুর অর্থ আগমন হবে । মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে এই রাশির উপরে । এই সময় অর্থ লাভের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। যারা চাকরির সাথে যুক্ত তাদের চাকরিতে পদোন্নতি হবে। বেকার জাতকদের চাকরি লাভ হতে পারে।

আরো পড়ুন :- এই রাশির জাতকদের ২০২২ সাল দারুন কাটবে , দেখুন আপনার রাশি আছে কি না

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla news dunia Desk

মন্তব্য করুন