Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মা লক্ষী ধন সম্পত্তির দেবী। বাড়িতে আর্থিক সমবৃদ্ধি করবার জন্য বৃহঃস্পতিবার দেবী লক্ষীর পুজো করা হয়। তবে কিছু সঠিক নিয়ম মেনে যদি এই দিন মা লক্ষীর আরাধনা করা যায় তবে পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষ মতে বৃহস্পতিবার কিছু নিয়ম পালন করলে এড়ানো যায় আর্থিক সমস্যা।
পরিবারের আর্থিক সমস্যা দূর করতে বৃহস্পতিবার যদি এই নিয়ম গুলি বাস্তু ভিটে বা বাড়িতে পালন করা যায় তবে আর্থিক সমস্যা দূর হয়। গুরু বৃহস্পতির নামে এই লক্ষী বারের নাম বৃহস্পতিবার করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কি ভাবে মা লক্ষীর আরাধনা করবেন এই লক্ষী বাড়ে।
আরো পড়ুন :- বাড়ির সদর দরজার সামনে এই জিনিস গুলি থাকলে , জীবনে আসতে পারে চরম দুর্ভোগ
বৃহস্পতিবার মা লক্ষীর আরাধনা করার আগে মহিলারা পায়ে আলতা ও কপালে সিঁদুর পরে নেবেন। আপনার বাড়িতে যদি লক্ষীর মূর্তি থাকে তবে তা পুজো করুন বা লক্ষীর ঘট বসিয়ে পুজো করুন। তবে লক্ষী পুজো সাধারণত ঘটেই হয়ে থাকে। ঘট বসাবার পরে , ঘটের উপর একটি অম্লপল্লব রাখুন এবং তার উপর একটি হরতকি রাখুন।
ঘটটি অবশই পিতল বা মাটির রাখুন , এবং তাতে গঙ্গার জল দিয়ে পূরণ করুন এবং ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন একে নিন। ঘটের উপরে দেওয়া অম্লপল্লবে একটি করে সিঁদুরের ফোঁটা দিন। এর পর ধুপ ধূনো জ্বালান এবং পুজোতে ঠাকুরের সামনে ফল মিষ্টি দিয়ে নৈবদ্য দিয়ে সাজিয়ে দিন।
এর পর নিজের মতো পুজো করে লক্ষীর পাঁচালি পরে পুজো সম্পন্ন করুন। পুজোর পরে সারা বাড়িতে ধুপ ধূনো দেখিয়ে নিন , এতে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে ও পরিবারের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
আরো পড়ুন :- কু-নজর থেকে বাড়িকে মুক্ত রাখতে মেনে চলুন এই সহজ টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————-
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)