Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেই নিজের ব্যাবসায় উন্নতি চান। তবে বিভিন্ন কারণে মানুষ নিজের ব্যবসায় উন্নতি লাভ করতে পারেন না। তবে ব্যবসায় সাফল্য পেতে গণেশ মূর্তি রাখার নির্দেশ দেন বিশেষজ্ঞরা। গণেশ শব্দটির উৎপত্তি দুটি সংস্কৃত শব্দ থেকে। ‘গণ’ ও ‘ঈশ’এই দুটি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়ে গণেশ শব্দটি। গনপতির প্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল প্রচীন হিন্দুধর্ম গ্রন্থ ঋগ্বেদে। বেদ অনুযায়ী, সিদ্ধিদাতার আশীর্বাদ ছাড়া কোনও ধর্মীয় সিদ্ধি সম্ভব নয়। তাই যে কোনও পুজো ও শুভ অনুষ্ঠানের আগে সিদ্ধিদাতা গণেশ পুজো করা হয়।
আরো পড়ুন :- এই মাসে বৃহস্পতির রাশি পরিবর্তন শিক্ষাথীদের পড়াশুনোয় কি প্রভাব ফেলবে জানুন
তাই অফিসে বা ব্যবসার স্থানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি বা ছবি স্থাপনের সময় মাথায় রাখুন এই বিষয়গুলি। ব্যবসার স্থানে সিদ্ধিদাতা গণেশ দাঁড়ানো অবস্থায় রয়েছে এমন ছবি বা মূর্তি রাখুন। যার দুটো পা মাটি স্পর্শ করে রয়েছে। সাদা রং এর গণেশ-এর প্রতিকৃত বা মূর্তি ব্যবসার স্থানের জন্য অত্যন্ত শুভ। এর জন্য আপনি চাইলে শ্বেতপাথরের মূর্তি অফিসের বা ব্যবসার প্রধান প্রবেশ পথের মুখোমুখি স্থাপন করতে পারেন। যাতে বাইরে থেকে ব্যবসার স্থানে কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করতে না পারে।
গণেশের মূর্তি বা ফটো ব্যবসা ক্ষেত্রে স্থাপনের আগে সেই জায়গা ভালো করে পরিষ্কার করে নিন , শুদ্ধ কাপড়ে ঠাকুর স্থাপন করে মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যে কোনও পঞ্জিকায় এই মন্ত্র সহজেই পাওয়া যাবে। এছাড়া ব্রাহ্মণ দাড়াও তা করতে পারেন।
এরপরেই ধূপ জ্বালিয়ে আরতি করে গণেশের বন্দনা করুন। মূর্তিতে লাল চন্দনের টিকা দিয়ে, নারকেল ভেঙ্গে ব্যবসা ক্ষেত্রের অশুভ শক্তি দূর করুন। ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিনে অন্তত তিনবার আরতি করতে হবে। এরসঙ্গে মোদক, লাড্ডু, ভোগ নৈবেদ্য নিজের সাধ্য মত দিয়ে পুজো সেরে ফেলুন। তবে প্রতি বৃহস্পতিবারে এই নিয়ম মেনে চললে দ্রুত ব্যবসায় উন্নতি লাভ সম্ভব। ব্রাহ্মণ দিয়ে না পারলেও নিজে তা পালন করার চেষ্টা করুন।
আরো পড়ুন :- এই নভেম্বরে কোন রাশির কেমন আয় থাকতে পারে দেখে নিন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)