ব্যবসায় ক্ষতি রুখতে বাস্তু মেনে হাত দিন ব্যবসায় , পাবেন সাফল্য

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বর্তমানে করোনার পর প্রায় সব ব্যবসায় ভাটা দেখা দিয়েছে। ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়, একথা প্রায় ব্যবসায়ীর মুখে শুনতে পাওয়া যায় । কেন সমস্যা হয় ব্যবসায় ! এই বিষয়ে জ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহ নক্ষত্র , ভাগ্য, স্থান ও কালের উপর ভিত্তি করেই নির্ভর করে ব্যবসায় লাভ বা ক্ষতি।

আরো পড়ুন :- ব্যবসায় উন্নতি চান ? যেকোনো শুভ দিনে ই পুজো করে ফেলুন

তাই নিজের ব্যাবসায়ী ভাগ্য জেনেই তবে কোনও ব্যবসা শুরু করা উচিত। আর তাতেই ব্যবসার সমস্যা এড়িয়ে চলা যায় অনেকটাই। তবে এখানে আমরা দেখে নেবো কোন গ্রহের প্রভাবাধীনে কোন ধরনের ব্যবসায় উন্নতি হয়। সেই অনুযায়ী ব্যবসায় নামলেই দেখবেন ভাগ্য ফিরবে , ব্যাবসায় উন্নতি হবে । তাই কোনো কিছুতে বিনিয়োগ করার আগে বেশ কয়েকবার ভেবে নেওয়া উচিত। তবেই দেখবেন, সঠিক জিনিস নিয়ে কাজ শুরু করলে মিলবে সাফল্য।

niladri misra

১. রাহু ও কেতুর প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল  চামড়া জাতীয় দ্রব্য, ইলেকট্রনিক্স দ্রব্য, বিভিন্ন যন্ত্রাংশের ব্যবসা , গোমে দ, পুরনো ও দুর্লভ দ্রব্য, লোহা প্রভৃতি।

২. বৃহস্পতির প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল মোম, সর্ষে, গম, সৈন্ধব লবণ , যব, হলুদ, আখ, কর্পূর ,আখ ইত্যাদি।

৩. রবির প্রভাবাধীন ব্যবসার দ্রব্যগুলি হল সোনা, রেশম, কোনও কঠিন বস্তু , ওষুধের ব্যবসা, সর্ষে, কম্বল , শষ্যজাতীয়, মুক্তো, ঠিকাদার বা প্রোমোটারদের ব্যবহার্য দ্রব্য, কাঠ, কাচ ইত্যাদি।

৪. বুধের প্রভাবাধীন ব্যবসার দ্রব্যগুলি হল মটর,  পত্রিকা, তৈল্যবীজ, সবুজ রঙের বস্ত্র,  পত্রিকা/কাগজ/প্রকাশনা সংস্থার শেয়ার , সবুজ বর্ণের দ্রব্য, ইত্যাদি।

৫. মঙ্গলের প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল  মিছরি, গুড়, লাল ও ঘন লাল রঙের দ্রব্য, মসুর ডাল, ধাতু ও ধাতব পদার্থ, তামা, রত্ন, আগ্নেয়াস্ত্র, কফি, চা, কোকো, চিনি, সিমেন্ট, লোহা, ইট, শেয়ার বাজার , বৈদ্যুতিক দ্রব্য ইত্যাদি।

আরো পড়ুন :- পরিবারে শান্তি ফেরাতে চান ? বিশেষ কয়েকটি বিষয়ের উপর নজর রাখুন

৬. শনির প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল, কাঁচা লোহা, কালো মোষ, উট, খচ্চর, কালো ঘোড়া, কম্বল, উল, ছোলা, মটর, নীল রঙের বস্তু, কালো রঙের বস্তু, কৃষ্ণ তেল,  তিল,  পুরনো কাঠ, সিমেণ্ট প্রভৃতি।

৭. চন্দ্রের প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল সাদা রঙের যে কোনও জিনিস। যেমন, লবন, রূপো, যব, গম, শ্বেতমুক্তো, আখ, শঙ্খ, অজ্ঞ দ্রব্য ফুল, জল, জলে উৎপন্ন বা জলজাত দ্রব্য, সাদা কাপড়, ঝিনুক, চিনি, কর্পূর ইত্যাদি।

৮. শুক্রের প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল যে কোনো সুগন্ধী বস্তু বা দ্রব্য , গৃহসজ্জার দ্রব্য,  কোনও দামী রত্ন , হীরা, প্ল্যাটিনামের গয়না,  জায়ফল, জয়ত্রী, ত্রিফলা, সুতির বস্ত্র, ছাতা, সুন্দর ও আকর্ষক রঙিন পোশাক,  ফোটোগ্রাফির দ্রব্য প্রভৃতি।

আরো পড়ুন :- অতিরিক্ত অর্থব্যয় হচ্ছে ? এই উপায় গুলি অবলম্বন করুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন