ভাগ্য পরিবর্তন করতে চাইলে এই ৫ টি জিনিষ ঘরে রাখুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- গৃহে শুভ শক্তির প্রভাবে যেমন সুখ , শান্তি , উন্নতি আসে তেমনই গৃহে অশুভ শক্তির প্রভাবে গৃহে থাকা সুখ , শান্তি , উন্নতি দূরে চলে যায়। ঘরে সুখ শান্তি বজায় রাখতে সব সময় ঘরকে পরিষ্কার পরিছন্ন ও সাজিয়ে গুছিয়ে রাখুন। অনেক সময় গৃহসজ্জাকে নির্ভর করেই ঘরে সৌভাগ্য আনা সম্বভ। গৃহসজ্জায় এমন কিছু জিনিস আছে যা ঘরে রাখলে সৌভাগ্য আসে। নিচে দেওয়া ৫ টি জিনিস ঘরে রাখুন –

১. গাছপালা :- গৃহে গাছপালা রাখলে সৌভাগ্য , উন্নতি , সমবৃদ্ধি , স্বাস্থ্যে বয়ে আনে। গৃহের সদর দরজায় সর্বদা গোল পাতা যুক্ত গাছপালা লাগান। তবে অবশই রান্নাঘরে কোনো গাছ রাখবেন না। আপনি বাড়িতে এই গাছ গুলো রাখতে পারেন – তুলসী গাছ , মানির প্ল্যান্ট , লাকি বাম্বু , এলোভেরা , পুদিনা পাতার গাছ এছাড়া বিভিন্ন ফুলের গাছ লাগাতে পারেন।

২. আয়না :- আয়নার দূর ব্যবহার পরিবারে অশান্তি ডেকে আনতে পারে। ঘরে কখনোই ভাঙা আয়না ব্যবহার করবেন না। চারকোনা যুক্ত আয়না ব্যবহার করুন। আয়না ঘরের এমন জাগায় রাখুন যেখানে আয়নায় সবুজ প্রতিফলিত হয়। এর ফলে ঘরে অর্থ ও সৌভাগ্য আসে।

আরো পড়ুন :- জানুন কোন কোন রাশির মহিলারা স্ত্রী হিসাবে সেরা

৩. নীল কাপড় :- নীল কাপড় গৃহে সৌভাগ্য আনে। এছাড়া আকাশের রং নীল। ঘরের সৌভাগ্য আনতে যতটা সম্বভ নীল কাপড় ব্যবহার করুন।

৪. উইন্ড চাইম :- সৌভাগ্য ফেরাতে উইন্ড চাইম খুবই কার্যকরী। তবে বেশিরভাগ মানুষই নিজের গৃহে ভুল জাগায় উইন্ড চাইম লাগিয়ে থাকেন। এতে এতে ঘরে সৌভাগ্যের পরিবর্তে দূর ভাগ্য ডেকে আনেন। এই উইন্ড চাইম ঘরের সদর দরজার উপরে লাগাতে হয়। এই স্থান ছাড়া ঘরের অন্য কোনো দরজায় এই উইন্ড চাইম লাগাবেন না।

home desing

৫. বাঁশের আসবার পত্র :- ঘরে বাঁশের তৈরি আসবার পত্র ব্যবহার করতে পারেন। যেমন – হাতা , খুন্তি , চামচ , ঘরের বিভিন্ন ইন্টিরিয়র উপাদান ব্যবহার করতে পারেন। এতে সৌভাগ্য আসবে। ঘরে অবশই বাঁশের তৈরি জিনিস ব্যবহার করুন।

আরো পড়ুন :- আর্থিক সমস্যায় দেখা দিচ্ছে ! উপার্জন বৃদ্ধিতে মেনে চলুন কিছু বাস্তু টিপস

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————–

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন