ভাগ্য ফেরাতে ব্যবহার করুন ফটকিরি ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভাগ্য ফেরাতে ব্যবহার করুন ফটকিরি ! সবাই জানেন সাধারণত জলকে পরিশোধিত করতে ফটকিরি ব্যবহার হয়। তবে জানেন কি জ্যোতিষ ও বাস্তু শাস্ত্র মতে, নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাব কমিয়ে বাধা কাটিয়ে জীবনে উন্নতির পথ প্রশস্ত করতে ফটকিরি সহায়তা করে। জ্যোতিষ শাস্ত্রে ইহার অনেক গুন। জীবনে গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। এই সব বাধা-বিপত্তি কাটিয়ে নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাব কমিয়ে জীবনে উন্নতির ক্ষেত্রে বাস্তুশাস্ত্র মতে ফটকিরি দারুন কাজ করে।

এক নজরে দেখুন ——

১. এক বাটি ফটকিরি বাথরুমে রাখুন। এই ফটকিরি মাসে একবার বদলে দিন। বাড়ির নেতিবাচক শক্তিকে ওই ফটকিরি শুষে নেবে।

২.  জীবনে প্রতি পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে ? তাহলে একটি কালো কাপড়ের মধ্যে এক টুকরো ফটকিরি বেঁধে দরজায় ঝুলিয়ে রাখুন।

৩. অন্যের নজর লেগে কোনও রকম সমস্যা হলে পা থেকে মাথা পর্যন্ত সাত বার একটি ফটকিরি ঘষে নিন। এতে অনেক সমস্যা কমবে।

আরো পড়ুন :- কোন রাশির কোন রত্ন ধারণ করা উচিত ? এক নজরে দেখে নিন

৪. অর্থকষ্ট, অশান্তি লেগেই রয়েছে ? একটা বড় ফটকিরির টুকরো গুঁড়ো করে ঘরের বিভিন্ন কোণায় ছড়িয়ে দিন।

৫. রোজ শোবার সময় মাথার পাশে এক টুকরো ফটকিরি রাখুন। ওই ফটকিরি আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে টেনে নেবে।

এই ছোট ছোট টিপস মেনে চলুন আর ভালো থাকুন।

Highlights

1. ভাগ্য ফেরাতে ব্যবহার করুন ফটকিরি !

2. ছোট ছোট টিপস মেনে চলুন আর ভালো থাকুন

#ফটকিরি #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন