Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বাড়িতে পজিটিভ শক্তি বজায় রাখতে দরকার নেগেটিভ শক্তি দূর করার ৷ আর তাই জীবনে পজিটিভিটি বজায় রাখার জন্য ঘরের সাজসজ্জা প্রচণ্ড জরুরি। যদি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে বাস্তু দেবতা সদা প্রসন্ন থাকেন ৷ বাস্তুশাস্ত্রে এই পজিটিভিটি বাড়ানোর জন্য কিছু উপায়ের কথা বলা হয়েছে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই উপায় গুলি কি কি —
আরো পড়ুন :- জানুন কোন গ্রহের প্রতিকারে কী ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করবেন
১. আপনার ঘরে কোনও হিংস্র পশু পাখির ছবি রাখা উচিত নয়, এতে ঘরের সদস্যদের মধ্যে মতপার্থক্য বৃদ্ধি পেতে পারে। ঘরের পূর্ব দিকে সূর্য উদয়ের চিত্র লাগানো উচিত। এতে শিশুদের মধ্যে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়, তাদের মন একাগ্র হয়।
২. অনেকেই বাড়িতে প্লাস্টিকের ফুল রাখেন। কিন্তু বাড়ির ভিতরে প্লাস্টিকের ফুল না রাখাই উচিত।
৩. অনেকেই রাতে খাবার পর সেই এঁটো বাসন না ধুয়েই রেখে দেন। রান্নাঘরে রাতে এঁটো বাসন রাখলে আর্থিক হানি হয়। তাই রাতেই রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করুন।
৪. আপনার বাড়ির মুখ্য দরজার সামনে দেওয়ালের উপর স্বস্তিক চিহ্ন আঁকবেন। মনে করা হয় এতে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ করতে পারেনা। আর এই স্বস্তিক চিহ্ন হলুদ এবং চন্দন দিয়ে আঁকবেন। হলুদ এবং চন্দন দিয়ে বানানো স্বস্তিক বাস্তুর জন্য বিশেষ শুভ।
৫. প্রতিটি বাড়িতে তুলসী গাছের চারা লাগানো উচিত। এতে পজিটিভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। তবে তুলসী গাছ সর্বদা বাড়ির বাইরে রাখা উচিত। বিশেষ করে বাড়ির মুখ্য দরজার পাশে এবং ঈশান কোণে তুলসী গাছের উপস্থিতি সবথেকে ভালো।
৬. রোজ সন্ধের সময় বাড়িতে ধূপ ধরাতে পারেন এতে বাড়িতে থাকা নেগেটিভ শক্তি দূর হয়। আর পজিটিভ শক্তির আগমন ঘটে। এরই সাথে রোজ সন্ধের সময় কর্পুর জ্বালালে পজিটিভ শক্তির বৃদ্ধি হয়।
আরো পড়ুন :- সংসারের উন্নতির জন্য এইভাবে ব্যবহার করুন কপূর
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )