Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নিজের দ্বিমুখী স্বভাবের জন্য পরিচিতি লাভ করে বুধ। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে বুধকে শান্ত ও সৌম্য গ্রহ গণ্য করা হয়। বুধ হলো কন্যা ও মিথুন রাশির অধিপতি। ছাড়াও সূর্যের সর্বাধিক নিকটতম গ্রহ বুধকে দেবতাদের দূত মনে করা হয়। ৪ ফেব্রুয়ারি শুক্রবার মকর রাশিতে মার্গি হয়েছে বুধ। যার ফলে রাশিচক্রের প্রতিটি রাশির উপরেই এর প্রভাব পড়বে। তবে চলুন দেখে নেওয়া যাক কার মুখে ফুঁটবে হাসি ও কে পড়বেন সমস্যায় —
১. মেষ রাশি :- এই রাশির এই সময় কেরিয়ারে উন্নতি দেখা দেবে। এই সময় চাকরিতে নতুন সুযোগ লাভ করবেন। তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তবে এই সময় পরিবারের সাথে খুব একটা বেশি সময় কাটাতে পারবেন না।
২. বৃষ রাশি :- এই সময় চাকরিতে পদোন্নতির প্রবল যোগ রয়েছে এই রাশির। নতুন এই সময় নতুন সুযোগ লাভ করবেন। এই সময়টা ব্যবসায়ীদের জন্য সময় শুভ। ছাত্ররা পড়াশুনোয় সাফল্য লাভ করবেন। এই সময় ব্যক্তিগত জীবনে আনন্দ আসবে।
আরো পড়ুন :- সাংসারিক নানা বিপর্যয় থেকে মুক্তি পেতে এই সকল নিয়ম মেনে চলুন
৩. মিথুন রাশি :- এই সময় কেরিয়ারে বাধা ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে আপনাকে। ব্যবসায় প্রত্যাশিত লাভ পাবেন না। কোনো কাজ সময়ের মধ্যে পূর্ণ করতে অসফল হবেন। এই সময় নিজের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। এই ওমর আর্থিক বিষয় সাবধানতা অবলম্বন করুন।
৪. কর্কট রাশি :- এই সময় সফলতা পেতে নিজের কাজে অধিক মনোযোগ করতে হবে। যার ফলে কেরিয়ারে ঠিক-ঠাক ফলাফল লাভ করবেন। ভালো-মন্দ মিশিয়ে ব্যবসায়ীদের লাভ হবে। এই সময় স্বাস্থ্য ঠিক-ঠাক থাকবে। আপনার ব্যক্তিগত সম্পর্কে ভাষা নিয়ন্ত্রণে রাখুন, কারণ সংবেদনশীল বিষয়ের মুখে পড়তে পারেন এই সময় ।
৫. সিংহ রাশি :- এই সময় নিজের কেরিয়ারে সাফল্য লাভ করতে চলেছেন এই রাশির মানুষরা । এই সময়টা স্বাস্থ্যের দিক থেকে অনুকূল। ব্যবসায় প্রতিদ্বন্দ্বীরা আপনাকে পিছনে ফেলে এগিয়ে যাবে , তও আপনাকে ব্যবস্থা নিতে হবে। নিজের ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি বিরাজমান।
৬. কন্যা রাশি :- এই সময় নিজের কর্মক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে এই রাশির মানুষদের , কারণ এই সময় কিছু ভুল করে বসতে পারেন। যার ফলে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। যারা ব্যাবসার সাথে যুক্ত তাদের জন্য সময় অনুকূল। স্বাস্থ্যের জন্য সময় ভালো। এই সময় দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে।
৭. তুলা রাশি :- এই সময় নিজের কেরিয়ারে লাভজনক পরিণাম পাবেন। এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে ভালো পরিবেশ খাকবে এবং পদোন্নতি সম্ভব রয়েছে । এই সময় নতুন কোনো ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে পারে।
৮. বৃশ্চিক রাশি :- এই সময় ব্যবসায়ীদের অপেক্ষাকৃত কম আয় হবে। এই সময় ব্যাবসায় লোকসান হওয়ার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে অধিক চাপ থাকবে এই সময়। এই সময় সম্পর্কে ওঠা-নামা দেখা দেবে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
আরো পড়ুন :- ফেব্রুয়ারিতে প্রেম ও দাম্পত্য সম্পর্ক কোন রাশির কেমন যেতে পারে দেখুন এক নজরে
৯. ধনু রাশি :- এই সময় ধনু রাশির মানুষদের জীবনে সমস্যা বাড়তে পারে। এর থেকে মুক্তি পেতে পরিকল্পনা তৈরি করে কাজ করুন। ব্যাবসায় ব্যবসায়ীদের ঠিক-ঠাক লাভ হতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ব্যক্তিগত জীবনে ওঠা-নামা দেখা দেবে।
১০. মকর রাশি :- এ সময় কোনো ইতিবাচক ফলাফল লাভ করবেন এই রাশির মানুষরা। এই সময় কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে। এই সময় আপনার স্বাস্থ্য উত্তম থাকবে। ব্যবসায়ীদের ব্যাবসায় লাভের যোগ রয়েছে। আপনার বরিষ্ঠ সহকর্মীদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।
১১. কুম্ভ রাশি :- এই রাশির এই সময় স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারের জন্য এই সময় ঠিক-ঠাক। এই সময় অর্থ সঞ্চয় করার সম্বাভনা কম। এই সময় দাম্পত্য সম্পর্কে অবসাদ দেখা দিতে পারে।
১২. মীন রাশি :- এই সময় কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই রাশির মানুষরা। যারা ব্যাবসার সাথে যুক্ত তারা ব্যাবসায় মুনাফা অর্জন করবেন। এই সময় উৎসাহিত হবেন এবং অন্যান্য লাভ সম্ভব হবে। এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার দাম্পত্য সম্পর্ক মধুর হবে ও জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বাড়বে।
আরো পড়ুন :- জন্ম ছকে নক্ষত্র বিচার করে পেশা নির্বাচন করুন , পাবেন সাফল্য ! দেখুন পর্ব -১
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )