Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মানুষ তার জীবনের বিভিন্ন সময় নানান সমস্যার সমুখীন হন। যার ফলে মানুষ মানসিক ভাবে ভেঙে পড়েন। এর ফলে মানুষটির সব সময় মন খারাপ বা মানসিক অবসাদে ভোগেন। জ্যোতিষ শাস্ত্র মতে এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। তবে সেই কারণ গুলির অন্যতম হতে পারে কুষ্টিতে চন্দের কুপ্রভাব।
চন্দ্রের কুপ্রভাবের ফলে মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো থাকে না। আর কুষ্টিতে রবির কুপ্রভাব থাকলে পিতার সাথে সম্পর্ক ভালো থাকে না।
আরো পড়ুন :- জানুন ২০২১ সালে কোন রাশির অর্থভাগ্য কেমন থাকবে।
যাঁদের জন্ম ছকে চন্দ্র খারাপ থাকে তারা মানসিক অবসাদে ভোগেন। অকারণে মাঝে মাঝে মেজাজ খারাপ হয়। মন খারাপ থাকে। এরা কৌতূহল জনিত সমস্যায় ভোগেন।
যাদের জন্ম ছকে চন্দ্রের প্রবল কুপ্রভাব থাকে তাদের আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। যাদের কুষ্টিতে চন্দ্রের কুপ্রভাব পরে তারা কম কথা বলতে পছন্দ করেন। তারা নিজের মনের সব ব্যাথা বেদনা নিজের মধ্যে লুকিয়ে রাখেন। যার ফলে আত্মহত্যার দিকে এগিয়ে চলেন।
মুক্তির উপায় :- যাদের জন্মছকে চন্দ্রের কুপ্রভাব রয়েছে তারা মানসিক অবসাদ কাটাতে যোগব্যায়াম করতে পারেন। মাকে খুশি রাখার চেষ্টা করুন এতে চন্দ্রের দোষ কাটবে। এছাড়া মুক্ত বা রুপোর কোনো গহনা পড়তে পারেন বা জ্যোতিষ মতে প্রতিকার করতে পারেন।
আরো পড়ুন :- এই রং গুলি পরিবর্তন করতে পারে আপনার ভাগ্য , জানুন এদের গুরুত্ব
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)