ময়ূরের পালকের এই ১০ টি নিয়ম মেনে দূর করুন আপনার দূর্ভাগ্যকে

By Bangla news dunia Desk

Published on:

mayurer palok

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :–   ১) “জয় শ্রী কৃষ্ণ” নাম জপ করতে করতে বাজার থেকে ময়ূরের পালক কিনে নিয়ে এসে ঘরে রাখুন সমস্ত বাঁধা বিপত্তি দূর হবে।।

২) পুরাণে কথিত আছে যে সব ব্যক্তি নিজের কাছে সবসময় ময়ূরের পালক রাখতে অভ্যস্থ তাদের জীবন মঙ্গলময় হয়ে ওঠে অমঙ্গল তাদের স্পর্শ করতে পারে না।।

৩) ভাঙা বা মচকানো ময়ূরের পালক কোথাও রাখবেন না এতে আপনার সংসারে অভাব দূর হবে না।।

৪)ঘরের দক্ষিণ-পূর্ব কোণে ময়ূরের পালক রাখুন আর্থিক উন্নতি হবে।।

৫) স্বামী স্ত্রীর মধ্যেকার দূরত্বকে সরাতে বিবাহের অ্যালবামে লুকিয়ে রাখুন ময়ূরের পালক সব দূরত্বের অবসান ঘটে দুটি হৃদয় প্রেমে পরিপূর্ণ হবে।।

আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির

আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়

৬) বাড়ি সদর দরজায় ময়ূরের পালক রাখলে বাড়ির ইতিবাচক শক্তি গুলোকে ফিরিয়ে আনে, আর দূর করে দেয় নেতিবাচক শক্তিকে।।

 

niladri-misra

 

৭) কোনো ভয়ানক স্বপ্ন যদি কেউ রাত্রিতে নিদ্রারত অবস্থায় দেখে থাকেন তাহলে বালিশের নিচে ময়ূরের পালক রাখুন আর এমনটি হবে না।।

৮) পারিবারিক বৈষম্যতাকে দূর করতে চান ও একতা বজায় রাখতে চান তাহলে বাড়িতে রাখুন দুটি ময়ূরের পালক।।

৯) জীবনে অদ্ভূত ভাবে হটকারিতার বসে নেমে আসে বিপত্তি ও অশান্তি, কষ্ট সেই কষ্ট থেকে নিষ্কৃতি পেতে শোবার ঘরে ঈশান কোণে ময়ূর পালক রাখুন।।

১০) লেখাপড়ায় অমনোযোগী ছাত্র-ছাত্রীরা বইয়ের মধ্যে ও পড়তে বসার টেবিলে ময়ূরের পালক রাখলে পড়াশোনার প্রতি আগ্রহ জাগবে।।


আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7908533644 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন