Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র : ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। মহাশিবরাত্রিতে অত্যন্ত দুর্লভ শুভ যোগ পড়েছে। প্রায় ৩০ বছর পর এত শুভ যোগে পালিত হবে মহাশিবরাত্রি। এই দিন পূর্ণ নিবেদনের সঙ্গে শিবপুজো করলে মহাদেবের আশীর্বাদে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। জেনে নিন কোন রঙের ফুল দিয়ে শিবপুজো করলে তিনি সবথেকে বেশি খুশি হবেন।
আরো পড়ুন :- অস্ত যাচ্ছেন শনিদেব ! টাকাপয়সা নিয়ে চিন্তা কাটবে এই ৪ রাশির
মহাশিবরাত্রিতে মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ। এমন ফুল দিয়ে মহাদেবের আরাধনা করুন, যা তাঁর প্রিয়। চন্দন, গঙ্গাজল, ধুতুরা, বেলপাতা ও দই দিয়ে শিবের পুজো করুন। লাল রঙের ফুল দিয়ে মহাদেবের পুজো করা শুভ বলে মনে করা হয়। মহাদেবকে তাঁর প্রিয় আকন্দ ফুলের পাশাপাশি লাল রঙের ফুল দিয়ে আরাধনা করুন। পাশাপাশি সাদা ফুল ও বেলপাতাও দিতে হবে।
মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের অভিষেক করা হয়ে থাকে। এদিন শিবলিঙ্গের অভিষেক করলে সব সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব। ওই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)