Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- আমাদের প্রত্যেকের রান্নাঘরেই শুকনো লঙ্কা থাকে। শুকনো লঙ্কা যে শুধু রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগে তা নয়। শুকনো লঙ্কা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান খুব সহজে করে দিতে পারে। মাত্র কয়েকটি শুকনো লঙ্কা আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে।
দীর্ঘ দিন ধরে চলা অর্থ কষ্ট শুকনো লঙ্কা প্রয়োগে কাটিয়ে ফেলা যায়। অনেক দিন ধরে সকল কাজে অসফলতা পেলে এই শুকনো লঙ্কা প্রয়োগ করে সফলতার মুখ দেখতে পাওয়া যায় । সামান্য এই শুকনো লঙ্কার কিছু টোটকা আমাদের জীবন থেকে নানান সমস্যাকে বহু দূরে সরিয়ে দিতে পারে। চলুন এর টোটকা গুলো দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :– রাতে ঘুমোতে যাওয়ার আগে পালন করুন এই সহজ টোটকা , দুর্ভাগ্য পরিণত হবে সৌভাগ্যে
১. অনেক চেষ্টার পরেও কোনও কাজ হচ্ছে না বা কর্মে যদি কোনও কারণে বাধা আসে , তখন ২১ টি শুকনো লঙ্কার বীজ একটি তামার ঘটিতে জল পূর্ণ করে তার মধ্যে এক রাত রেখে দিতে হবে। তার পর নিজের মাথায় ঘটিটা সাত বার ঠেকিয়ে রাস্তায় সেই জলটা ফেলে দিলেই জীবন থেকে কর্ম তথা সকল প্রকার বাধা দূর হয়ে যাবে। এ ছাড়া নজর দোষ কাটাতে শুকনো লঙ্কার ব্যবহারের কোনও তুলনা হয় না।
২. আমাদের জীবনে কিছু সময় উত্থান , কিছু সময় পতন, এই সবটাই আমাদের মেনে নিতে হয়। আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সকলেই কত কি-ই না করে থাকি। হয়তো কোনও সময় সফলতা হাতে আসে , আবার হয়তো কখনো সফলতা হাতে আসে না। কিন্তু যদি মনের মধ্যে বিশ্বাস রেখে সাতটি শুকনো লঙ্কা একটি হলুদ কাপড়ে মুড়ে যেখানে বাড়ির টাকা রাখা হয় সেখানে রেখে দেওয়া হয়, তবে কিছু দিনের মধ্যে আর্থিক উন্নতি লক্ষ্য করা যাবে। অর্থের সমস্যা অনেকটা কমে যাবে এবং যদি বাড়িতে ঋণ সংক্রান্ত কোনও সমস্যা থাকে তা থেকে খুব শীঘ্রই মুক্তি পাওয়া যাবে।
আরো পড়ুন :- জ্যোতিষ মতে , কখন গৃহ নির্মাণ করবেন না জেনে রাখুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)