মাত্র ৫ টি এলাচ আপনার ভাগ্যের চাকা বদলে দিতে পারে, জানুন এলাচের সঠিক ব্যবহার

By Bangla news dunia Desk

Published on:

money happyness

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  আমাদের ধারণা এলাচ শুধু মাত্র মশলা ও ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু জ্যোতিষের প্রতিকারেও এলাচ ব্যবহার করা হয়। জ্যোতিষ মতে জানেন কি এই এলাচ আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এই এলাচ মানুষের জীবনে সুখ , সমৃদ্ধি ও বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে সহায়তা করে। যারা প্রতিকার গ্রহণে বিশ্বাসী তারা এলাচের এই ছোট্ট টোটকা ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক ব্যবহারের সঠিক নিয়ম গুলি।

আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির

আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়

১. আপনার হওয়া কাজ যদি ভেস্তে যাওয়ার অসুবিধে থাকে তবে এই ছোট্ট টোটকাটি করতে পারেন – সকালে ঘুম থেকে উঠে ডান হাতে তিনটি এলাচ নিন।  মুঠো করে ” শ্রী শ্রী ” বলুন। এর পরে তিনটি এলাচ খেয়ে কাজে চলে যান। আপনার কাজটি অবস্যই হবে।

 

niladri-misra

 

২. আপনার রাশিতে যদি শুক্র দুর্বল হয় তবে একটি পরিষ্কার বাটিতে জল নিয়ে তাতে ২ টি এলাচ দিয়ে , জল অর্ধেক  হওয়া পর্যন্ত ফোটান। এর পর ওই জল দিয়ে স্নান করুন। আপনার শুক্র শক্ত হবে।

৩. আপনি যদি আর্থিক সমস্যায় ভোগেন তবে আপনার মানিব্যাগে সর্বদা ৫ টি এলাচ রাখুন। এতে আপনার আর্থিক সমস্যা গুলি দূর হবে।

৪. বিবাহ সম্পর্কিত সমস্যা দেখা দিলে , শুক্ল পক্ষের প্রথম বৃহঃস্পতিবার যে কোনো মন্দিরে একটি প্রদীপ , ৫ রকমের মিষ্টি ও ২ টি সবুজ এলাচ দিয়ে পুজো দিন। অবস্যই ফল পাবেন।

আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির

আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন