Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :– মাসিক শিবরাত্রি যা প্রতি মাসে আসে, বিবাহিত জীবনে সুখ, শান্তি এবং উপযুক্ত বর পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শিবরাত্রি এই নাম থেকেই বোঝা যায়, শিবরাত্রি হল রাত্রির উপবাস ও ব্রত পালন। শাস্ত্র মতে, বিশ্বাস করা হয় যে শিবরাত্রির রাতে ভগবান শিব এবং মাতা পার্বতী এক সঙ্গে ভ্রমণে বের হন।
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
যে ভক্ত রাত্রির চার ঘণ্টা জাগ্রত থেকে ভগবান শিবের আরাধনা করেন, শিব ও মা পার্বতীর দ্বারা তাঁর কাঙ্খিত ইচ্ছা পূরণ হয়। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মাঘ মাসিক শিবরাত্রির তারিখ, পুজোর সময় এবং তার গুরুত্ব জেনে নিন।
মাঘ মাসে ( ফেব্রুয়ারি ) মাসিক শিবরাত্রি হচ্ছে ৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার। এই দিনে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে জীবনে চলমান সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়।
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে রাত জেগে শিবের লিঙ্গ রূপের পুজো করবে, সে অক্ষয় পুণ্য লাভ করেন। এই কারণেই এই দিনে যারা শিবের পুজো করেন তাদের দুঃখ ও বিভিন্ন দোষ দূর হয়। সমস্ত বৈষয়িক সুখ অর্জিত হয়। এই তিথিতে মা পার্বতী এবং ভগবান শিবের বিবাহ হয়েছিল, এই দিনে ভগবান শিব শঙ্করের আরাধনা করলে মানুষের বিবাহিত জীবনে সুখ – শান্তি আসে এবং একজন ভালো জীবনসঙ্গী লাভ হয়। ফলে আপনিও চাইলে আগামী ৮ ফেব্রুয়ারি এই ব্রত পালন করতে পারেন।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)