Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে , কোনো জাতক জাতিকার জন্ম মাস তার ব্যাক্তিত্ব ও ভাগ্য নির্ধারণে সাহায্য করে। জ্যোতিষ শাস্ত্র মতে , জন্মবার , জন্মসময় , জন্মমাস দেখে কোনো জাতক ও জাতিকার ভাগ্য সমন্ধে বলে দেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক বৈশাখ মাসে জন্মানো মানুষরা সাধারণত কেমন হয়ে থাকেন।
আরো পড়ুন :- মে মাস ছাত্র – ছাত্রীদের পড়াশুনোর জন্য কেমন যেতে পারে , দেখুন একনজরে
মে মাসে জন্মানো ব্যাক্তিরা সর্বদা নিজেদের আড়াল করে রাখতে পছন্দ করেন। যাদের মানসিক শক্তি অত্যান্ত দৃঢ় হবার জন্য এরা সমস্ত প্রকার বাধা বিঘ্ন কাটিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়। এই মাসে যাদের জন্ম তারা অত্যান্ত চতুর হয়ে থাকেন। এদের বোঝা সহজ হয় না। এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকেন। এই রাশির মানুষরা ভদ্র স্বভাবের হয়ে থাকেন। এরা নিজে একাই থাকতে পছন্দ করেন। এই মাসে যাদের জন্ম তারা খুবই চিন্তা ভাবনা করে অর্থ খরচ করেন।
এরা সাধারণত উকিল , বিচারক , জ্যোতিষ , অধ্যাপক , বড় ব্যাবসায়ী , উচ্চপদস্থ কর্মী , হিসাব রক্ষক , পত্রিকার সম্পাদক হয়ে থাকেন। এরা নিজের স্বপ্ন সার্থক করার জন্য প্রচুর চেষ্টা করে থাকেন। এরা দৃঢ় ও মানসিক শক্তির অদম্য ভান্ডার হয়ে থাকেন। এরা কর্মে বিশ্বাসী হয়ে থাকেন এরই পাশাপাশি উচ্চাভিলাসী ও হয়ে থাকেন। এদের মনের খবর এদের অত্যান্ত কাছের বন্ধু ও পায় না। তবে এদের জীবনে বাধা বিঘ্ন লেগেই থাকে। এদেরকে অনেকে স্বার্থপর বলে থাকেন। তবে এরা মাঝে মাঝে অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়েন।
আরো পড়ুন :- শনি দেবের আশীর্বাদে এই ৩ রাশির জাতকরা সুখ ও সৌভাগ্য লাভ করেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)