Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে অনেকে বিভিন্ন পাথর – রত্ন ধারণ করে থাকেন। কিন্তু কিছু রত্ন আছে যা ধারণ করবার পূর্বে তার সমন্ধে বেশ কিছু কথা মনে রাখা দরকার। যেমন রুবি , হীরা পোখরাজ , নীলকান্তমণি , পান্না এই সকল রত্ন ধারণ করবার পূর্বে তার সমন্ধে সঠিক তথ্য জানা জরুরি , নয়তো এতে হিতে বিপরীত হতে পারে।
জ্যোতিষ শাস্ত্র মতে , নয়টি গ্রহের প্রতিকারের জন্য নয়টি রত্নের কথা বলা হয়েছে। যেমন চন্দ্রের প্রতিকার হিসাবে মুক্তোর কথা বলা হয়েছে। তবে এই মুক্ত সমুদ্রের ঝিনুক থেকে পাওয়ায় যায়। তাই এই মধ্যে আংশিক ত্রুটি থাকলেও তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। কিন্তু এমন অনেক রত্ন আছে যা আংশিক ত্রুটির জন্য অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
আরো পড়ুন :- দাম্পত্য জীবনে প্রেম ও সুখ – শান্তি বজায় রাখতে পালন করুন বাস্তুর এই নিয়ম গুলি
হীরা , নীলা , পান্না , রুবি , পোখরাজ এই সকল ধাতু সমান আকারের পাওয়া যায়। আর এই সকল রত্নতে সামান্য ত্রুটি থাকলে কাজের পরিবর্তে ক্ষতির আশঙ্কা বেশি থাকে। তবে এই রত্ন গ্রহণের আগে কোনো ভালো জ্যোতিষ দ্বারা পরীক্ষা করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
বিশেষ করে নীলা ও পোখরাজের ক্ষেত্রে এই বিষয় গুলিতে চরম যত্ন নেবার প্রয়োজন। কোনো ত্রুটিযুক্ত পোখরাজ দ্বারা ক্ষতির আশঙ্কা থাকে। নীলা যদি ত্রুটি যুক্ত হয় তবে তা দূঘটনা জনিত সমস্যায় ভোগাতে পারে।
মূলত এই পাঁচ রত্ন পোখরাজ – বৃহস্পতি গ্রহের জন্য পরিধান করা হয়। পান্না – বুধ গ্রহের জন্য পরিধান করা হয়। হীরা – শুক্র গ্রহের জন্য ধারণ করা হয়। রুবি – সূর্যের জন্য ধারণ করা হয়। নীলা শনির জন্য ধারণ করা হয়।
আরো পড়ুন :- পরিবারে অশান্তি , অভাব , সমস্ত কাজে বিফল ? একটি নারকেল দূর করতে পারে সমস্ত সমস্যা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)