Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- রথযাত্রার সঙ্গেই জড়িয়ে রয়েছে নানান প্রচলিত বিশ্বাস এবং সংস্কার ৷ অনেকে মনে করেন এগুলি মেনে চললে পুণ্য লাভ করা যায়, ভাগ্যের দোষ কাটানো যায় এবং সংসারে আর্থিক সচ্ছলতা ফিরে আসে ৷ শাস্ত্র মতে কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে রথ টানা দেখেন তাহলে ওই ব্যক্তির আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, পাশাপাশি তার মনের সমস্ত পাপ দূর হয়ে চিত্তশুদ্ধি ঘটে। আর কোনো ব্যাক্তি যদি রথের দড়ি টানেন তবে তার পুন্য লাভ হয় এরই সাথে ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ হয়।
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
এই রথযাত্রার পুণ্য তিথিতে শুভ কাজ সারতে পারেন। মনে করা হয়, এই তিথিতে কোন শুভ কাজ করলে তার ফল শুভ হয়। অনেকেই এই দিন বারোয়ারি পুজোর খুঁটিপুজো করে থাকেন। নিজের হাতে মালা তৈরি করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে পরিয়ে দিন। সেই মালা তুলসী এবং গোলাপের হলে খুব ভালো হয় ৷ পাশাপাশি জগন্নাথ দেবের একটি গোটা ফল প্রসাদে রাখতে পারেন।
আরো পড়ুন :- ঘুম থেকে উঠেই দেখবেন না বেশ কিছু জিনিষ ! আপনার দিনটা ভালো যাবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)