Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- ২২ আগস্ট অথাৎ আগামীকাল রবিবার রাখি পূর্ণিমা। আর ওই দিনই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এই দিন দিদি বা বোন তাঁর ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করে। এছাড়াও ভাই বোনের ভালবাসার প্রতীক এই রাখি উৎসব। শুধু যে দিদি বা বোন ভাইকে রাখি পড়ায় তা নয়। বন্ধু বন্ধুকেও রাখি পড়াতে পারে। আর রাখির এই পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে যদি রাখি পরানো হয় তবে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পেতে খুব একটা বেশি সময় লাগে না। তবে চলুন নিয়ম গুলি দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :– এই রাশির মানুষরা সর্বদা নিজ মর্জির মালিক হন , আপনিও কি আছেন তাঁর মধ্যে ?
১. ভাইকে রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে।
২. রাখি পরানোর সময় ভাইকে কোনও রকম নোনতা জাতীয় খাবার দিতে নেই। যতটা সম্ভব মিষ্টি খাবার দিতে হবে।
৩. এই রাখি পড়ানোর শুভ ক্ষণে এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে।
মন্ত্র– যেন বন্ধো বলীরাজা দানবেন্দ্রো মহাবলঃ।
তেন ত্বাং প্রতিবন্ধামি রক্ষো মা চল মা চল।।
৪. ভাই বা দাদাকে রাখি পরানোর সময় মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে হবে।
৫. নিজের ভাই বা দাদাকে রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি কিনে আনা হয়, তা অবশ্যই কিছু ক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে অথাৎ ঠাকুরের চরণে রেখে তার পর ভাইয়ের হাতে বাঁধা হয় , এটা ভীষণ শুভ ।
৬. এই রাখি উৎসবে ভাই – বোনকে বা বোন -ভাইকে কোনও ভাবেই কালো কোনও জিনিস উপহার দিতে নেই। এতে সম্পর্ক খারাপ হতে পারে।
আরো পড়ুন :- জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)