রাখী পূর্ণিমায় তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশি

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

rakhi

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- চলতি মাসেই রয়েছে রাখী বন্ধন উৎসব। ৩০ আগস্ট সকাল ১০ টা ৫৮ মিনিট থেকে শুরু করে ৩১ অগস্ট সকাল ৭ টা ৫ মিনিট পর্যন্ত এই রাখী পূর্ণিমার তিথি রয়েছে। আর এমন দিনে রয়েছে বেশ কিছু শুভ যোগ। সুকর্মা, ধৃতি সমেত একাধিক শুভ যোগ রয়েছে এই রাখী পূর্ণিমার সময়। রাখী পূর্ণিমার সময় কুম্ভে চন্দ্রের অবস্থান থাকছে। আর সেখানে আগে থেকেই শনি বিরাজমান হবেন। সুকর্মা, ধৃতির মতো শুভ যোগ এই সময় তৈরি হবে। ফলে দেখে নেওয়া যাক, এই সময় কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে —

আরো পড়ুন :- আগস্ট মাসে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ ! ভাগ্য বদলে যাবে ৪টি রাশির

1. মেষ : রাখীর দিন দারুন শুভ সময় কাটতে চলেছে এই রাশির। এই সময়কালে বহু দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে। ব্যবসাতেও বেশ খানিকটা দ্রুততা আসবে। ধনলাভের সঙ্গে এই সময় মিলবে উন্নতি। আয়ের নতুন রাস্তা খুলবে।

 

niladri-misra

 

2. কন্যা : কন্যা রাশি জন্য অপার সাফল্য আসতে পারে। আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারেন আপনি। সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত কোনও টাকা এই সময় পেতে পারেন। মান সম্মানে এই সময় বাড়বাড়ন্ত দেখা যেতে পারে।

3. মকর : চাকরিতে অপার সাফল্য পেতে চলেছেন এই সময়কালে। কর্মক্ষেত্রে কোনও বড় সাফল্য এই সময় পেতে পারেন। নিজের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করুন। পাবেন বড়সড় লাভ।

4. মীন : মীন রাশির ধনলাভ হতে পারে এই সময়। ব্যবসায় মুনাফা হতে পারে বিভিন্ন দিক থেকে। কেউ যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে তাঁর জন্য এই সময়কাল খুবই শুভ। ওই কাজে হাত দিয়ে সাফল্যের সঙ্গে ধনলাভ হতে পারে।

আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন