Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- রাশি পরিবর্তন করছে সূর্যদেব ! আজ সূর্যের রাশি পরিবর্তন সমস্ত রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে। জ্যোতিষ মতে, জীবনের সুখ-সমৃদ্ধির অনেকটাই নির্ভর করে সূর্যের অবস্থানের ওপর। শাস্ত্র মতে, রাশিচক্রের প্রথম রাশিতে সূর্যের অবস্থিতি কম-বেশি সব রাশির ওপরই শুভ প্রভাব ফেলবে। এর সঙ্গে নিয়মিত সূর্যমন্ত্র জপ-আরও শুভ ফল দেবে। এই অবস্থান পরিবর্তন কোন রাশির বেশি শুভ জেনে নিন…১. মেষ রাশি: সূর্যের অবস্থানের ফলে এই রাশির জাতক প্রচুর শুভ ফল পাবেন। স্বামী/স্ত্রীর সঙ্গে মতান্তরে না জড়ানোই ভালো। যদিও এই দূরযাত্রা জাতকদের পক্ষে শুভ। তবে গাড়ি চালানোর সময় সাবধানে গাড়ি চালাবেন। দীর্ঘদিন ধরে চলে আসা সম্পত্তি-সংক্রান্ত কোনও মামলার নিষ্পত্তি হতে পারে।২. মিথুন রাশি: সময়টা মিথুন রাশির জাতকের পক্ষে শুভ। এতদিনের পরিশ্রমের ফল এবার হাতে গরম মিলবে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। সূর্যের এই অবস্থান পরিবর্তনে সবচেয়ে বেশি শুভ ফল পাবেন এই রাশির জাতক। শত্রুরা পরাজিত হবে। নতুন ভাবে কাজ শুরু করুন। সাফল্য আসবেই। পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটান।৩. সিংহ রাশি: সিংহ রাশির অধিপতি-নক্ষত্র সূর্য হওয়ায় এই পরিবর্তন অত্যন্ত শুভ। ভাগ্য আপনার সহায় থাকবে। সব কাজেই সাফল্য পাবেন। উচ্চপদস্থদের থেকে সামান্য হলেও দূরত্ব বজায় রেখে চলুন। বাবার শরীর-স্বাস্থ্যের যত্ন নিন।৪. তুলা রাশি: জীবনসঙ্গী আপনাকে অনেক বিষয়ে সাহায্য করবেন। সবার সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। নতুন অংশদারী ব্যবসা শুরু করতে পারেন। এতদিনে শত্রুর হাত থেকে মুক্তি পেতে চলেছেন। কাজের জগতের পরিবেশও আপনার পক্ষেই থাকবে।
৫. ধনু রাশি: ঘরে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই সময়ে কর্মসূত্রে কোনও ধরনের প্রশিক্ষণ বা শিক্ষা পাবেন, যা পরবর্তীকালে কাজে লাগবে। গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত ক্রোধ বাড়ির শান্তি নষ্ট করতে পারে।