Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দীর্ঘ ৩০ বছর পর শনি দেব প্রবেশ করছেন কুম্ভ রাশিতে। শনির এই রাশি পরিবর্তনের প্রভাবে মীন রাশির জাতকের উপর সূচনা হবে শনির সাড়ে সাতির প্রভাব। অন্যদিকে মিথুন ও তুলা রাশি শনির আড়াই-র প্রভাব মুক্ত হবে। মনে করা হয়, শনিদেব কোনও ব্যক্তির উপর প্রসন্ন হলে তাকে ভরিয়ে দেন সুখ , ধন দৌলত ও ঐশ্বর্যে ভরিয়ে দেন। শনি বক্রী হলে কোনও ধন-সম্পত্তির নাগাল ওই ব্যক্তি পান না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনির রাশি পরিবর্তন কিছু রাশির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আনে, আবার কারও ক্ষেত্রে আনে নেতিবাচক প্রভাব
অন্যান্য গ্রহের তুলনায় শনিদেব খুব ধীর গতিতে রাশি পরিবর্তন করেন। প্রতি আড়াই বছর অন্তর শনিদেব রাশি পরিবর্তন করেন। শনিদেব ২০২২ সালে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। দীর্ঘ ৩০ বছর পরে ২০২২ সালের ২৯ এপ্রিল সূর্য দেবের পুত্র শনি দেব প্রবেশ করবেন নিজের রাশি কুম্ভে।
শনির সাড়ে সাতির কি প্রভাব ?
জ্যোতিষ শাস্ত্র মতে ২০২২ সালে শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ধনু রাশির জাতকরা সাড়ে সাতি দশা থেকে মুক্তি পাবেন। অন্য দিকে মীন রাশির জাতকদের ক্ষেত্রে শুরু হবে শনির সাড়ে সাতির দশা। কুম্ভরাশির জাতকদের ক্ষেত্রে দ্বিতীয় সাড়ে সাতি দশা শুরু হবে।
সাড়ে সাতির দশা চলে সাত বছর। শনির আড়াইয়ে বা ধাইয়ার প্রভাব থাকে আড়াই বছর। ২০২২ সালে কর্কট ও বৃশ্চিক রাশির উপর কিন্তু শনির আড়াইয়ের প্রভাব পড়তে চলেছে। সুতরাং জ্যোতিষীরা এই দুই রাশির জাতকদের অত্যন্ত সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন। শনির রাশি পরিবর্তনে মিথুন এবং তুলারাশির জাতকরা মুক্তি পাবেন শনির আড়াই থেকে।
শনির প্রভাব বাঁচতে কী করবেন?
শনির সাড়ে সাতি বা আড়াইয়ের প্রভাবে সকল কাজ আটকে যায়। এই নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলা দরকার। তাই প্রতি শনিবার শনিদেবের মূর্তির প্রতি সর্ষের তেল অর্পণ করুন। প্রতি শনিবার অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শনিদেবকে অর্পণ করুন লোহা, কালো মুসুর ডাল, তিল বীজ, কস্তুরী ইত্যাদি। কালো জীব যেমন কাক, কালো কুকুরকে খাওয়ান রুটি।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল