Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাস পূর্ণিমায় করুন কিছু টোটকা ! এই দিনটি সকলের কাছে অত্যন্ত শুভ দিন। তাই এই দিন বিশেষ কিছু উপায়ের মাধ্যমে ভাগ্যকে সদা সহায় করা যায়। রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তা নয়। এই বিশেষ উৎসব অনেকের কাছেই খুব প্রিয়।
এক নজরে কিছু টোটকা —–
১. রাস পূর্ণিমায় সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন। এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে।
২. সন্ধ্যাবেলা একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুর ও আটার ৫টি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশে প্রবাহিত জলে ভাসিয়ে দিন।
৩. যেকোনো ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন।
৪. এই দিন স্নান করে, সম্পূর্ণ শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগল মূর্তি পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়।
৫.সন্ধ্যা বেলাতে বেলগাছকে ধূপ দ্বীপ জ্বেলে পুজো করুন।
আরো পড়ুন :- জীবনে চলার পথে মেনে চলুন কিছু বাস্তু টিপস ! বদলে যাবে জীবন
৬. সাদা কাপড়ের ওপরে কিছুটা কালো তিল, আটা, মুগডাল এবং মাষকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন। পরের দিন এই সব জিনিস দুঃস্থদের মধ্যে দান করে দিন।
৭. এই শুভ দিনে চন্দ্রদেবের উপাসনা করাও অত্যন্ত শুভ ফল দেয়।
৮. বাড়ির যে কোনও খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশে সাদা মিষ্টি অর্পণ করুন।
এই সকল টিপস মেনে চললে আপনার ভাগ্য ভালো থাকবে।
Highlights
1. রাস পূর্ণিমায় করুন কিছু টোটকা !
2. চন্দ্রদেবের উপাসনা করাও অত্যন্ত শুভ ফল দেয়
# রাস পূর্ণিমা #Astro Tips