রাহু কি অশুভ ফল দান করে ? রাহু কখন কেমন ফল দান করে , জেনে রাখুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- রাহু-কেতু কখনো শুভ আবার কখন অশুভ ফল দান করে। আর এই জানতে প্রথমে রাহু ও কেতু সম্বন্ধে জানা প্রয়োজন। সকলের প্রথমেই প্রশ্ন জাগে, রাহু-কেতু কী? কারণ রাহু ও কেতু নামের কোনো গ্রহের উল্লেখ আমাদের বিজ্ঞানে নেই , রয়েছে শুধু জ্যোতিষ শাস্ত্রে। সমুদ্র মন্থন করে অমৃত লাভ করলে ছলনা করে অসুর স্বরভানু দেবতাদের সঙ্গে অমৃত পান করেন। সূর্য ও চন্দ্র ওই ঘটনা দেখে তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুকে বিষয়টি জানালে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা স্বরভানুর দেহ থেকে মস্তক ছিন্ন করেন। দ্বিখণ্ডিত দেহের মস্তক ভাগ ‘রাহু’ এবং দেহভাগ ‘কেতু’ নামে গ্রহের স্থান পায়।

এটা হলো পৌরাণিক কাহিনি। জ্যোতি র্বিজ্ঞান অনুসারে রাহু-কেতুর অন্যান্য গ্রহের মতো কোনও শারীরিক অস্তিত্ব নেই। রাহু-কেতু গাণিতিক বিন্দুমাত্র। জ্যোতিষ শাস্ত্র মতে রাহুর গুরুত্ব অপরিসীম। রাহুকে অনেক সময় জ্যোতিষ শাস্ত্র শনির সঙ্গে তুলনা করে থাকে। রাহু আমাদের পার্থিব চাহিদা বৃদ্ধি করে। রাহু ভ্রম দান করে। যে ঘরে অবস্থান করে, তার ফল বৃদ্ধি করে।

আরো পড়ুন :- মা লক্ষ্মীর কৃপা পেতে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে এই জিনিস গুলো অৰ্পন করুন

মানুষের জন্মকুণ্ডলীর প্রথম স্থানে রাহুর অবস্থান স্বাস্থ্য সম্পর্কে অতৃপ্ত ফল দান করে। রোগ সংক্রান্ত বিষয়ে এই অবস্থান খুব শুভ বলা যায় না। রাহু বিবাহের ক্ষেত্রে বা বিবাহিত জীবনেও খুব শুভ ফল দান করে না।

মানুষের জন্মকুণ্ডলীতে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান সাংসারিক জীবনে অশুভ ফল দান করে থাকে । রাহু চোখের পক্ষে অশুভ ফল দান করে । অন্যান্য শুভ গ্রহের সঙ্গে সম্পর্কিত না হলে আর্থিক এবং কর্ম সংক্রান্ত ক্ষেত্রেও খুব শুভ ফল দান করে না।

 

joydev sastri

 

মানুষের জন্মকুণ্ডলীতে তৃতীয় স্থানে রাহুর অবস্থান ঘটলে তা জাতকের সাহসিকতার পরিচয় বহন করে।

মানুষের জন্মকুন্ডলীর চতুর্থ স্থানে রাহুর অবস্থানের কারণে জাতকের বোকা বোকা আচরণ, বিদ্যায় বাধা, প্রতারণাপূর্ণ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে।

মানুষের জন্মকুন্ডলীর পঞ্চম স্থানে রাহু বিরাজ করলে সন্তান সম্পর্কিত বিষয়ে অশুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। হৃদযন্ত্রের সমস্যার সম্ভাবনা।

মানুষের জন্মকুন্ডলীর ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান দীর্ঘ জীবন দান করে এবং ধন, ঋণ, শত্রুর উপর শুভ বা অশুভ প্রভাব দান করে।

মানুষের জন্মকুন্ডলীর সপ্তমে রাহু থাকলে বিলাসবহুল জীবন-যাপনের ইঙ্গিত। রাহুর ফলে বিবাহিত জীবনে সমস্যা। ডায়াবেটিস জাতীয় রোগে ভোগার সম্ভাবনা। আধিভৌতিক বা অধিদৈবিক সমস্যায় ভোগার সম্ভাবনা থাকে ।

আরো পড়ুন :- সম্পত্তি বৃদ্ধি পেতে ও বিভিন্ন রোগ ও দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে বালিশের মধ্যে রাখুন এই জিনিস

মানুষের জন্মকুন্ডলীর অষ্টম স্থানে রাহুর অবস্থানে জনগণের দ্বারা মানহানি হবার সম্বাভনা থাকে । সহযোগীর সাথে বিবাদ। বিভিন্ন ক্ষেত্রে অহেতুক অশান্তি হওয়ার সম্বাভনা থাকে।

মানুষের জন্মকুন্ডলীর নবম স্থানে রাহুর অবস্থানে জাতক নাস্তিক, ভগবান বা ধর্মীয় বিষয়ে অনাস্থা, নীতিভ্রষ্ট, পিতার সঙ্গে মন্দ সম্পর্কযুক্ত হয়ে থাকে ।

মানুষের জন্মকুন্ডলীর দশম স্থানে রাহু থাকলে জাতকে বিশেষত কাব্যের প্রতি আসক্তি, শিল্পীসত্তার বিকাশ ঘটা ও সাহসী হওয়াকে বোঝায়।

মানুষের জন্মকুন্ডলীর একাদশে রাহুর অবস্থানে জাতক বিখ্যাত, বিত্তশালী এবং শিক্ষিত হয়। রাহুর ফলে মানুষের শ্রবণশক্তির সমস্যা দেখা দেয় । মানুষ বিদেশি অর্থ এবং সম্পদ উপার্জনে সক্ষম হয়।

মানুষের জন্মকুন্ডলীর দ্বাদশে রাহু অবস্থান করলে জাতক সমৃদ্ধশালী , পরোপকারী হয়ে থাকে এবং তার চোখের সমস্যা হয়।

আরো পড়ুন :- বৃহস্পতির বক্রগতি আরম্ব হলো , দেখুন কোন রাশিতে কী ফল দেবে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————-

জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari

হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

” কুষ্টি , ঠিকুজী , হস্তরেখা বিচারে সবার থেকে একটু অন্যরকম তাই প্রশংসিত ”

চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।

জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।

ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন