Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আমাদের রাশিচক্রে গ্রহের প্রভাবই সবচেয়ে বেশি। আর এই গ্রহকে শান্ত রাখার জন্য বা গ্রহের কুপ্রভাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রতিকার ব্যবহার করি। যেমন দামি রত্ন ধারণ করা , এছাড়াও বিভিন্ন দামি ধাতু ধারণ করা ইত্যাদি। তারই সাথে দান , হোমযজ্ঞ, পূজাপাঠ ইত্যাদিও প্রতিকার হিসাবে করা হয়। তবে দামি রত্ন বা ধাতু ধারণের বিকল্প হিসাবে রুদ্রাক্ষ ধারণ করলেও গ্রহের কুপ্রভাব থেকে নিষ্কৃতি প্রাপ্তি সম্ভব।
আরো পড়ুন :- আপনার স্বপ্ন পূরণে বারবার বাঁধা আসছে ? শাস্ত্র মতে এই টোটকা মেনে চলুন
রবি ( সূর্য ) :- আত্মার কারক গ্রহ রবি। রবির কুপ্রভাবে সরকারি চাকরি , পিতা , হৃৎপিণ্ড-র সমস্যা ইত্যাদির উপর প্রভাব পরে। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রবির শুভ ফল প্রাপ্তি হয়।
চন্দ্র :– মনের কারক চন্দ্র। মা , জল সংক্রান্ত বিষয়ের উপর চন্দ্রের প্রভাব থাকে। আর চন্দ্রের কুপ্রভাব থেকে মুক্তি পেতে দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন।
মঙ্গল :– মঙ্গল বীরত্ব, রক্ত, দুর্ঘটনা, আগ্নেয়াস্ত্র, সাহসিকতার উপর মঙ্গলের প্রভাব ব্যাপক। আর এই মঙ্গলের কুপ্রভাবের কারণে মানুষ বাজে পথ অবলম্বন পর্যন্ত করতে পারে। ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে মঙ্গলের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া সম্বভ।
বুধ :– বুধ বুদ্ধির কারক । ব্যবসা বাণিজ্য, হিসাবশাস্ত্র, যোগাযোগ, ইলেকট্রনিক্স ইত্যাদির উপর বুধের প্রভাব থাকে । ব্যাবসায় উন্নতির জন্য আপনার বুধ ভালো হওয়া প্রয়োজন। বুধের কুপ্রভাব থেকে মুক্তি পেতে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন।
বৃহস্পতি :– দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, শিক্ষা, ধর্ম ইত্যাদির উপর প্রভাব ফেলে। দেবগুরু বৃহস্পতি অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন।
শুক্র :– বিলাসিতা, শিল্পকলা, প্রেম ইত্যাদির উপর প্রভাব থাকে দৈত্যগুরু শুক্রের। ছ’মুখী রুদ্রাক্ষ ধারণে এই গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
শনি :– শনি কর্মের কারক। শনিকে বলা হয় যেমন কর্ম তেমন ফল দাতা। একাকিত্ব, লোহা, খনিজ, তেল ইত্যাদির উপর প্রভাব থাকে শনি গ্রহের। শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন।
রাহু :– রাহুর প্রভাবে আমাদের মধ্যে হঠকারিতা, বিভ্রান্তি ইত্যাদির সৃষ্টি হয়। আটমুখী রুদ্রাক্ষ ধারণে রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
কেতু :– মোক্ষ, ধর্ম, শিক্ষা ইত্যাদির উপর কেতুর প্রভাব থাকে। ন’মুখী রুদ্রাক্ষ ধারণে কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
তবে রুদ্রাক্ষ ধারণের পূর্বে বিশেষ কিছু বিষয় মনে রাখা প্রয়োজন। আসল রুদ্রাক্ষ ধারণেই কেবলমাত্র শুভ ফল প্রাপ্তি হয়। যেকোনো রুদ্রাক্ষ ধারণের আগে সেটি যে আসল রুদ্রাক্ষ সেই বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। আসল রুদ্রাক্ষকে শিবের মতো সম্মান করলে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ধারণ করলে তবেই শুভ ফল প্রাপ্তি হয়। রুদ্রাক্ষ ধারণ করে খাদ্যাভ্যাসের উপর সংযম থাকা প্রয়োজন।
আরো পড়ুন :-রাশিচক্রের ১২টি রাশির মধ্যে এই ২ রাশির ব্রেকআপের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )