লক্ষ্মীদেবী-কুবেরের সঙ্গেই ধনতেরসে পূজিত হন ধন্বন্তরী, কারণ জানেন ?

By Bangla news dunia Desk

Published on:

kuber_laxmi

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আর কিছুদিন পর থেকেই দিওয়ালীর উৎসব শুরু হতে চলেছে। দিওয়ালীর উৎসব শুধু হয়ে যায় ধনতেরাস থেকে যা চলে ভাইফোঁটা পর্যন্ত। ধনতেরাসকে ধন্বন্তরী ত্রয়োদশীও বলা হয়ে থাকে। এইদিন মা লক্ষ্মী, কুবের দেবের সঙ্গে ধন্বন্তরীর পুজো করা হয়। এই বছর ধনতেরাস পালন করা হবে ২৯ অক্টোবর, মঙ্গলবার। কিন্তু কেন এইদিন ধন্বন্তরীর পুজো করা হয় জানেন?

ত্রয়োদশী তিথির কৃষ্ণপক্ষে এই ধনতেরাস পালন করা হয়ে থাকে। ধন্বন্তরী, যাঁকে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু বলে মনে করা হয়, তাঁর জন্মশতবর্ষকে পালন করা হয় ধনতেরাসে। ধনতেরাসের দিন ধন্বন্তরীর পুজো করা হয়ে থাকে। হিন্দু পুরাণ অনুসারে, সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে আবির্ভুত হয়েছিলেন। তাঁর অপর হাতে ছিল আয়ুর্বেদের পবিত্র বই। তাঁকে চিকিৎসাশাস্ত্রের ভগবান বলে মনে করা হয়। হিন্দু দর্শনে সমুদ্র মন্থনের পর্বটি মহাভারতের ভগবৎ পুরাণ ও বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে। তাই ধনতেরসের দিন মা লক্ষ্মী ও কুবেরের পুজোর পাশাপাশি ভাল শরীর-স্বাস্থ্য ও নিরোগ থাকার জন্য ধন্বন্তরীর পুজো করা হয়ে থাকে।

আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা

ধন্বন্তরীর আবির্ভাবের স্মরণে প্রতি বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশীর দিনে ধনতেরাস উৎসব পালিত হয়। একই সময়ে, বলা হয় যে দেবী লক্ষ্মী ভগবান ধন্বন্তরীর জন্মের দুই দিন পরে আবির্ভূত হন, তাই ধনতেরসের দু’দিন পরে দীপাবলি উৎসব উদযাপিত হয়। এই বছর ২৯ অক্টোবর, মঙ্গলবার ধনতেরাস উৎসব পালন করা হবে। ভগবান ধন্বন্তরী জন্মের সময় অমৃত কলশ বহন করছিলেন। তাই ধনতেরাসের দিন পাত্র কেনার রীতি রয়েছে। বাসনপত্র ছাড়াও, সোনা এবং রূপার মতো যে কোনও ধাতব জিনিস কেনাও শুভ বলে মনে করা হয়।

niladri-misra

বেশ কিছু বছর পিছনে গেলে দেখা যাবে, বাঙালির বারো মাসে তেরো পার্বণের লিস্টে ছিল না কোনও ‘ধনতেরাস উৎসব’। কিন্তু সে চিত্র এখন পাল্টে গিয়েছে। অবাঙালিদের ধনত্রয়োদশী উৎসবকে আপন করে নিয়েছে বাঙালি। তাদের অনুসরণ করেই ধনী থেকে সাধারণ, সব বাঙালিই মেতেছে সঞ্চয়ের উৎসবে। অনেকেই এইদিনে সোনা-রূপো কিনে থাকে। তবে ধনতেরাসের দিন ঝাঁটা, গোটা ধনে কেনার রীতিও রয়েছে।

 

আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।

 

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন