Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- শনি বক্রী শনি মার্গীতে পরিণত হয়েছে ১১ অক্টোবর ২০২১ তারিখ থেকে। তবে চলুন দেখে নেওয়া যাক , শনির সরাসরি এই পরিবর্তনে রাশি চক্রের কোন কোন রাশির জাতক-জাতিকাদের উপর এর চমৎকার প্রভাব পড়বে।
আপনাদের জানিয়ে রাখি শনি দেবের সরাসরি মার্গ পরিবর্তনের ফলে মার্গী অবস্থান প্রাপ্ত হয়েছেন। এই মুহূর্তে শনিদেব মকর রাশিতে অবস্থান করছেন। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে দেবগুরু বৃহস্পতিও , শনিদেবের সাথেই মকর রাশিতে অবস্থান করছেন।
আরো পড়ুন :- আপনি কি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ? তবে সাথে রাখুন এই তিনটি পাতা
শনিদেবের এই মার্গী অবস্থান মেষ থেকে শুরু করে মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ শনিদেবের মার্গী হওয়ার প্রভাব আমাদের রাশিচক্রের ১২টি রাশিকেই প্রভাবিত করতে চলেছে। তবে চলুন কোন কোন রাশির উপর এর চমকপ্রদ প্রভাব পড়তে চলেছে দেখে নেওয়া যাক।
১. কর্কট রাশি :- শনির পথে থাকায় এঁই রাশির জাতক-জাতিকারা পরিশ্রমের সুফল পাবেন। এই সময় অভাবী মানুষদের সাহায্য করতে পারেন । কথার ত্রুটি এড়িয়ে চলতে পারলে ভালো।
২. মকর রাশি :- শনিদেব এই রাশিতে অবস্থান করছে। যেখানে বৃহস্পতিও বসে আছেন। শনিদেব হলেন মকর রাশির অধিপতি। অতএব, শনির বর্তমান অবস্থানের কারণে, অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করার ক্ষেত্রে জীবনে সাফল্য অর্জিত হবে। অহংকার পরিহার এবং অন্যকে অপমান করার প্রবণতা ত্যাগ করতে পারলে জীবনে খুব ভালো ফল পাবেন।
৩. কুম্ভ রাশি :- এই সময় এই রাশির জাতক-জাতিকারা শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কঠোর পরিশ্রম করতে ভয় পাবেন না , নিয়ম ও শৃঙ্খলা মেনে চলুন শনিদেব সন্তুষ্ট হবেন এবং শুভ ফল পাবেন।
৪. বৃশ্চিক রাশি :- ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন । শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করলে শনির মঙ্গল বৃদ্ধি পাবে। এই সময় নিজের শিক্ষা বৃদ্ধি করুন অথাৎ নতুন কিছু শিখুন কাজে দেবে।
আরো পড়ুন :- হাতের তালুতে প্রচুর রেখা থাকার বৈশিষ্ট্য কী ? থাকলে কী করা উচিত জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)