শনির কুদৃষ্টি থেকে মুক্তি চান ? মেনে চলুন কিছু উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু শাস্ত্র মতে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর জন্য নিবেদিত। সেই মত শনিবার দিনটি কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে নিবেদিত। তবে ন্যায়ের দেবতা শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিদেবকে প্রসন্ন রাখতে কিছু কিছু কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা। জানুন শনিবারে কোন কোন খাবার খেতে নেই, তা নিয়েই আলোচনা করা হল। শনিবারে এই খাবার গুলি খেলে আপনার চারপাশের দুর্ভাগ্য বেড়ে যাবে। জানুন শনিবারে কোন কোন খাবার খেতে নেই —-

আরো পড়ুন :– ভাগ্যোদয় হতে চলেছে এই ৫ রাশির, তৈরী হচ্ছে অর্থপ্রাপ্তির যোগ ও কর্মক্ষেত্রে মিলবে সাফল্য

১. দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই দুধ শনিবার না খাওয়াই ভালো।

২. সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাঁদের , তাঁরা শনিবারে মুসুর ডাল খাবেন না। লাল রঙের মুসুর ডাল মঙ্গলের সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক। তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো।

 

susanto sastri

 

৩. যাঁরা ধর্মীয় পথে চলেন না, শনিদেবের অশুভ দৃষ্টি এসে পড়ে তাদের জীবনে। শনিদেবকে তুষ্ট করতে শনিবার মদ খাবেন না।

৪. শনিবার আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে রুষ্ট হন শনিদেব। এতে শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে।

৫. অতীব তেল মশলা যুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার খাওয়া উচিত নয়। এই জিনিস গুলি পালনের মধ্যেমে শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি পেতে পারেন।

আরো পড়ুন :– নতুন বছর খুব ভালো যাবে বেশ কিছু রাশির, জানুন সেই রাশি গুলি কি কি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন