Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- শনি গ্রহকে নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। আর তার কারণ শনির রাশি পরিবর্তনের বিষয়টি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। একটি রাশি থেকে অপর রাশিতে যেতে শনির প্রায় আড়াই বছর সময় লাগে। তার ফলে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাশির জাতক – জাতিকাদের উপর শনির গোচরের প্রভাব থাকে।
আরো পড়ুন :- ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দারুন কাটবে এই ৬ রাশির , মিলবে সাফল্য
প্রতিবারই শনি যখন রাশি পরিবর্তন করে , তখন তিনটি রাশির উপর সাড়েসাতি এবং দুটি রাশির ঢাইয়া শুরু হয়। সব মিলিয়ে রাশিচক্রের মোট পাঁচটি রাশির উপর শনির এই রাশি পরিবর্তনের প্রভাব পড়ে। তবে চলুন একনজরে দেখে নিন, কবে রাশি পরিবর্তন করবেন শনি ? আর এই রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির উপর শনির সাড়েসাতি এবং কোন কোন রাশির উপর শনির ঢাইয়া চলবে দেখে নেওয়া যাক।
গত বছরের ২৪ জানুয়ারি থেকে মকর রাশিতে অবস্থান করছেন শনি। আগামী বছরের ২৯ এপ্রিল আবারও শনির রাশি পরিবর্তন হবে। সেই সময় মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনি।
যার ফলে কোন কোন রাশির উপর প্রভাব পড়বে :- আপাতত শনির মহাদশার আওতায় আছে পাঁচটি রাশি। বর্তমানে ধনু, মকর এবং কুম্ভ রাশির জাতকদের উপর শনির সাড়েসাতি চলছে। তুলা এবং মিথুন রাশির উপর চলছে শনির ঢাইয়া। শনির রাশি পরিবর্তনের ফলে সাড়েসাতি থেকে মুক্তি পাবে ধনু রাশি। মিথুন এবং তুলা রাশি আবার শনির ঢাইয়া থেকে মুক্তি পাবে।
কোন কোন রাশির উপর শনির দশা শুরু হবে :- শনির রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকদের উপর সাড়েসাতি শুরু হবে। আর তারই সাথে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের উপর শুরু হবে শনি ঢাইয়া। তবে এর থেকে সুফল পাবার জন্য কিছু ব্যবস্থা নিতে পারেন।
আরো পড়ুন :- ব্যবসায় ক্ষতি রুখতে বাস্তু মেনে হাত দিন ব্যবসায় , পাবেন সাফল্য
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)