শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ২৪ ডিসেম্বর একটি বিশেষ দিন। এদিন প্রদোষ উপবাস পালন করা হবে। এটাই বছরের শেষ প্রদোষ ব্রত। প্রদোষ ব্রতের দিন ভগবান শিব ও মা পার্বতীকে আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। প্রদোষ ব্রতর দিনে পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। মার্গশীর্ষ মাসে পতিত এই প্রদোষ ব্রতটি এবার রবিবার পড়েছে বলে এই ব্রতকে রবি প্রদোষ ব্রত বলা হবে।

আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা

যারা শনির সাড়ে সাতি ও শনির ধাইয়ার প্রভাবে আছেন, তারা যদি রবি প্রদোষ উপবাসের দিন ভগবান শঙ্করের পুজো করেন, তাহলে শনির প্রকোপ থেকে মুক্তি পাবেন।

 

niladri mishra

 

মকর, কুম্ভ ও মীন রাশি শনির সাড়ে সাতির মধ্য দিয়ে যাচ্ছে এবং বৃশ্চিক ও কর্কট রাশির জাতকদের জন্য শনির ধাইয়া চলছে, এই দিনে অবশ্যই শিবলিঙ্গে জল নিবেদন করুন। এছাড়াও লিঙ্গস্তকম স্তোত্র পাঠ করুন।

আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির

শিব স্তূতি পাঠ করলে শনিদেবের সঙ্গে রাহু ও কেতুর ক্রোধ ও কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও, ব্যক্তি জীবনে অগ্রগতির পথে এগিয়ে যায়। তবে শনির সাড়েসাতি বা ধাইয়া থাকলে মানুষকে অনেক সময় কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অনশই এই প্রদোষ ব্রতটি পালন করতে পারেন। তবে শনির সাড়েসাতি সর্বদা সকলকে খারাপ ফল দেয় না। অনেকে আবার এই শনির সাড়ে সাতি চলাকালীন ফুলে ফেঁপে ওঠে।

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7908533644 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন