শনির সাড়েসাতি চলাকালীন কখন অশুভ ফল থেকে রক্ষা পাওয়া যায় জানুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জ্যোতিষ শাস্ত্র মতে, শনি অশুভ গ্রহ, আবার এই শনি কর্মের কারক। আর এই শনিগ্রহের নামেই মানুষের আতঙ্ক। তবে শনি অশুভ গ্রহ হলেও,  শনি পরম যোগী, পরম ত্যাগী, পরম পবিত্র, পরিশ্রমী, শৃঙ্খলা ও ন্যায় পরায়ণ এবং ন্যায়বিচারক গ্রহ। শনি কোনো ভাবেই মারক গ্রহ নয়। শনি মানুষের মনস্তত্ত্ব এবং বিবেক জাগরণকারী গ্রহ । শনির সাড়েসাতির প্রভাব জাতক-জাতিকাদের শুদ্ধ এবং বাস্তবমুখী করে তোলে। তবে চলুন জেনে নেওয়া যাক শনির সাড়েসাতি চলাকালীন কখন অশুভ ফল থেকে রক্ষা পাওয়া যায়।

আরো পড়ুন :- আগামী ১০ তারিখ পর্যন্ত এই রাশির মানুষরা পাবেন শুভ ফল , পাবেন সুখ-সমৃদ্ধি

অনেকেই শনির সাড়েসাতি নামেই আতঙ্ক বোধ করেন। কিন্তু শনির সাড়েসাতি কালেও শনির অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। রাশির দ্বাদশে শনির অবস্থানকালে সারেসাতি যখন শুরু হয়, ঠিক সেই সময় রাশির তৃতীয়ে বৃহস্পতি অবস্থান করলে সাড়েসাতির অশুভ প্রভাব থেকে জাতক – জাতিকারা মুক্ত থাকে।

 

 

এই সময়পর্ব কেবল মাত্র বৃহস্পতির অবস্থান কালের সমান সর্বাধিক এক বছরের মতো। রাশির তৃতীয়ে বৃহস্পতির পরিবর্তে রাহু বা কেতু অবস্থান করলে সর্বাধিক এক বছর ছ’মাস অথাৎ দেড় বছর পর্যন্ত সাড়েসাতির অশুভ প্রভাবের বাইরে থাকতে পারে জাতক। এই ভাবে বৃহস্পতি বা রাহু-কেতুর পরিবর্তে অন্য গ্রহের অবস্থানেও একই ফল মেলে। ব্যতিক্রম কেবল রবি (সূর্য), রবির তৃতীয়ে অবস্থান শনির ফলের ক্ষেত্রে শুভ বা অশুভ কোনও রকম প্রভাব ফেলে না।

শনির সাড়েসাতি কি :- শনি ধীর গতিসম্পন্ন গ্রহ, শনি এক এক রাশিতে সর্বাধিক সময় অবস্থান করে। এই কারণে ফল দানের ক্ষমতাও সর্বাধিক। শনি প্রত্যেক রাশিতে দু’বছর ছ’মাস অবস্থান করে অথাৎ আড়াই বছর । চন্দ্র রাশির দ্বাদশে, চন্দ্র রাশিতে এবং চন্দ্র রাশির দ্বিতীয়ে শনির অবস্থান কালকে ( সাড়ে সাত বছর ) শনির সাড়েসাতি বলে।

 আরো পড়ুন :- গোটা জীবন সুখে কাটাতে চান ? বাড়িতে রাখুন বিশেষ কিছু জিনিস

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন