শনির সাড়েসাতি থেকে মুক্তির উপায় ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শনির সাড়েসাতি থেকে মুক্তির উপায় ! আপনারা  অনেকেই শুনেছেন জীবনে শনির সাড়ে সতি দশা চলছে। এই কথা একবার শুনলে ভয়ে অনেকেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। জ্যোতিষের কাছে গেলে তারা অনেকে অনেক রকম কথা বলেন। আর তাতে আরো চিন্তা বাড়ে। কিন্তু একেবারেই ভেঙ্গে পড়বেন না। ঠাণ্ডা মাথায় কয়েকটি ঘরোয়া টোটকা প্রতিকার মেনে চললেই জীবনে ফিরবে সুদিন।

সাধারণত শনি দেবের এক একটি রাশির অতিক্রমণ কাল সাড়ে ৭ বছর। এই সময় কিছু মানুষ শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে। তবে অবশ্যই আপনার জন্ম ছকে শনি কি অবস্থায় আছে তার উপর অনেক কিছু নির্ভর করে। তাই একবার হলেও একবার ছক বিচার করুন।

প্রতিকারের উপায় গুলি —–

১. পারলে শিব চল্লিশা, হনুমান চল্লিশা, দূর্গা চল্লিশা পাঠ করতে হবে।

২. সকালে ভাত বা কোনো খাবার রান্না করে সেই ভাত খাওয়ার আগেই কাককে তা অর্পণ করুন এবং কাককে দিয়ে খাওয়ালে এই দোষ থেকে মুক্তি লাভ সম্ভব।

৩. প্রতিটি শনিবার করে নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন।

আরো পড়ুন :- বাড়িতে নিষ্ঠাভরে পুজো করুন মা লক্ষ্মী ও গণেশের , ফিরবে সুখ সমৃদ্ধি

৪. কালো তিল দিয়ে টানা ৪৪ দিন স্নান করুন তাহলে এই দশা থেকে মুক্তি লাভ হতে পারে।

৫. প্রতি দিনের শুরুতে বাড়ির গুরুজনদের প্রণাম করে কাজ শুরু করুন।

৬.  বাড়িতে পারলে প্রতি শনিবার করে শিব ঠাকুরের পুজো করতে পারেন।

এই ছোট ছোট উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

Highlights

1. শনির সাড়েসাতি থেকে মুক্তির উপায় ! 

2. ছোট ছোট উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন

#শনি #সাড়েসাতি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন