Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বিভিন্ন সময় দেখা যায় পরিবারে আর্থিক সচ্ছলতা থাকলেও মানসিক শান্তি থাকেনা। বিভিন্ন ছোট খাটো বিষয়ে সংসারে অশান্তি লেগেই থেকে। অনেক সময় দেখা যায় রাতে ঠিক মত ঘুম হয় না। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা , মানসিক অশান্তির ফলে জীবন থেকে সুখ ও শান্তি হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জীবন আমরাই সুন্দর করে তুলতে পারি। তার জন্য আমাদের দেখতে হবে সমস্যা কেনো হচ্ছে। আর এই সমস্যা থেকে কি ভাবে মুক্তি পাওয়া যায়।
বিভিন্ন সময় এই সমস্যার পিছনে আপনার বাস্তুর দোষ দায়ী থাকে। আর এই বাস্তুর দশ সহজেই কাটিয়ে ওঠা সম্বভ। এই ক্ষেত্রে বাস্তুর দোষ কাঁটিয়ে উঠতে কিছু সহজ নিয়ম পালন করা দরকার। চলুন দেখে নেওয়া যাক বাস্তুর এই সহজ নিয়ম গুলি।
আরো পড়ুন :- রত্ন বা মাদুলি ছাড়াও এই গাছ গুলির দ্বারা বদলাতে পারেন আপনার ভাগ্য
১. বেডরুমের খাট কাঠের তৈরী হলে খুবই ভালো।
২. যেই দিকে মাথা দিয়ে ঘুমান সেই দিকে শুধু দেওয়া থাকা দরকার। অন্য কিছু নয়।
৩. বেডরুম বাড়ির পূর্ব বা দক্ষিণ দিকে হওয়া শুভ।
৪. বাস্তু মতে , প্রতিটি রঙের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। বাড়ির বেডরুমের রং সবসময় হালকা রাখা উচিত। তাই বাড়ির বেডরুমের রং যতটা সম্বভ সাদার উপর রাখা উচিত।
৫. বেডরুমে আয়না এমন ভাবে রাখুন যে খাট থেকে আয়নায় মুখ দেখা না যায়। যদি খাট থেকে আয়না মুখ দেখা যায় তবে রাতে একটি কাপড় দিয়ে আয়নাটি ঢেকে রাখুন। যাতে সকালে খাটে বসে আপনার মুখ আয়নায় না দেখতে পান।
৬. বেডরুমে কখনোই কোনো জীব – জন্তুর ছবি বা যুদ্ধের ছবি লাগাবেন না। তবে ছবি লাগাতে চাইলে ফুলের ছবি লাগাতে পারেন।
৭. বেডরুমের সূর্যের আলো প্রবেশ করা ভালো , তাই পারলে পূর্ব দিকে বেডরুম বানান।
আরো পড়ুন :- বাড়িকে কু-নজর থেকে মুক্ত রাখতে , মানুন বাস্তুর এই সহজ টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)