Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু ধর্ম শাস্ত্রে টিকটিকির গুরুত্ব রয়েছে। খনার বচনেও টিকিটিকির উল্লেখ রয়েছে। টিকটিকি এমনই একটা প্রাণী যা দেখলে অনেকেই সাধারণত ভয় পায় বা ঘেন্না পায়। কিন্তু আপনি জানেন কি টিকটিকির সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের শুভ আশুভ। শাস্ত্র মতে যদি কোনও মানুষের দেহের কোনো এক বিশেষ অংশে টিকটিকি পড়ে তাহলে টাকাপয়সা আর অর্থ লাভ হয়। আর তেমনই মানুষের দেহের কোনো এক বিশেষ অংশে টিকটিকি পড়লে তাকে অশুভ ও মানা হয়। তবে চলুন দেখে নেওয়া যাক শরীরের কোন অংশে টিকটিকি পড়লে কি কি হতে পারে।
আরো পড়ুন :- বাস্তু দোষ কাটাতে ও সংসারে সুখ-শান্তি বজায় রাখতে মানুন এই নিয়ম
কপালে টিকটিকি পড়লে :- শাস্ত্র অনুযায়ী কোনো মানুষের কপালে টিকটিকি পড়া শুভ বলে বিবেচিত হয়। মনে করা হয় এই ঘটনা ঘটলে সেই মানুষের হাতে হঠাৎ করে প্রচুর সম্পত্তি আসার সম্ভাবনা রয়েছে।
মাথায় টিকটিকি পড়লে :- শাস্ত্র মতে মাথায় টিকটিকি পড়লে বিরাট ধনসম্পত্তির মালিক হয়।
ঘাঁড়ে টিকটিকি পড়লে :- শাস্ত্র মতে ঘাড়ে টিকটিকি পড়লে মানুষের সম্মান বৃদ্ধি পায়।
ডান হাতে টিকটিকি পড়লে :- ডান হাতে যদি টিকটিকি পড়ে তাহলে শুভ লক্ষণ বলে ধরে নেওয়া হয়। মনে করা হয় হাতে প্রচুর অর্থ আসতে চলেছে।
ডান কানে টিকটিকি পড়লে :- টিকটিকি যদি আপনার ডান কানে পড়ে তাহলে অনেক গয়না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাম কানে টিকটিকি পড়লে :- বাম কানে টিকটিকি পড়া মানুষের আয়ু বৃদ্ধির পূর্বাভাস দেয়।
নাকে টিকটিকি পড়লে :- বিশ্বাস করা হয় যে কোনও টিকটিকি যদি কোনো মানুষের নাকের ওপর হঠাৎ করে পড়ে তা হলে খুলে যাবে সেই ব্যাক্তির ভাগ্য।
ভ্রুরুর উপর টিকটিকি পড়লে :- শাস্ত্র মতে টিকটিক যদি ভ্রুর ওপর পড়ে তাহলে আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়।
বাম কাঁধে টিকটিকি পড়লে :- বাম কাঁধে টিকটিকি পড়া খুব অশুভ বলে বিবেচিত হয়। শত্রুর সংখ্যা বাড়ে।
বাম হাতে টিকটিকি পড়লে :- বাম হাতে টিকটিকি পড়লে সম্পত্তির ক্ষতি হয়।
বাম পায়ে টিকটিকি পড়লে :- বাম পায়ে টিকটিকি পড়লে হাত থেকে জলের মত টাকা বেরিয়ে যায়। ক্ষতি হয় ব্যবসারও।
আরো পড়ুন :- আথিক উন্নতির জন্য মানি প্ল্যান্ট বাড়ির কোথায় রাখবেন ?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )