Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আমরা সব সময় একটা সুখী সুন্দর জীবন পেতে চাই। কিন্তু সর্বদা সুখ পাওয়া সম্ভব নয় ! আমাদের জীবনে যেমন দুঃখ থাকে, তেমন সুখও থাকে ঠিক তাঁর পাশে। জীবনে সুখী হওয়ার সহজ কিছু কৌশল আছে। সেই কৌশল অনুযায়ী যদি আমরা চলি তবে আমরা হয়তো সুখী হতে পারব।
বাড়িতে ব্যবহারের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে সেগুলো ব্যবহার করেই আমরা আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলতে পারি। এমন অনেক জিনিস আছে যা আমাদের নিত্য প্রয়োজনে লাগে আর কিছু জিনিস আছে যা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে না তবুও বাড়িতে থাকে। সে রকমই পাঁচটি জিনিস বাড়িতে রাখলে জীবনে হয়তো কখনও অর্থকষ্ট হবে না। চলুন জিনিস গুলো কি কি জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :- এই রাশির মহিলারা নিজের থেকে কম বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন
১. ঘি :- ঘি খাওয়া থেকে পুজোর কাজে লাগে। বাড়িতে ঘি রাখা অত্যন্ত শুভ লক্ষণ বলে মানা হয়। ঘি আমাদের নানা কাজে লাগে। ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে জ্বালুন। এর ফলে ধন সম্পত্তি দ্রুত বৃদ্ধি পাবে।
২. চন্দন :- আমরা বাড়িতে পুজোর কাজে চন্দন ব্যবহার করে থাকি। বাড়িতে চন্দন অবশ্যই রাখতে হবে। চন্দন যে বাড়িতে থাকে সেখানে কোনও নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং আর্থিক সমস্যাও থাকে না।
৩. মধু :- মধু পুজোর কাজে ও লাগে খাওয়াতে ও ব্যবহার হয়। মধু বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হবেই। মধু একটি অত্যন্ত পবিত্র ও শুভ জিনিস।
৪. বীণা :- বীণা একটি খুবই পবিত্র বাদ্যযন্ত্র হিসাবে মানা হয়। বাড়িতে বীণা রাখলে সেই বাড়ি সর্বদা সমৃদ্ধিতে ভরে থাকে।
৫. বাঁশি :- বাড়িতে একটি কাঠের বাঁশি রাখুন এবং তা নিত্য পুজো করুন। এর ফলে বাড়ি থেকে অশুভ ছায়া সরে যাবে এবং ভাগ্যের দ্রুত পরিবর্তন ঘটবে।
আরো পড়ুন :- জানুন জ্যোতিষ মতে, কখন ব্যবসা শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্বভ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক